Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. উত্তরঃ ১৯৭৪ সালে। ব্যাখ্যাঃ বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬ সদস্য পদ লাভ করে৷।

    উত্তরঃ ১৯৭৪ সালে

    ব্যাখ্যাঃ বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬ সদস্য পদ লাভ করে৷

    See less
  2. উত্তরঃ চীন। ব্যাখ্যাঃ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জি - ৮ ভুক্ত দেশ সমূহ - কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান। ইউরোপীয় ইউনিয়নও বর্তমানে এর সদস্য।।

    উত্তরঃ চীন

    ব্যাখ্যাঃ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জি – ৮ ভুক্ত দেশ সমূহ – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান। ইউরোপীয় ইউনিয়নও বর্তমানে এর সদস্য।

    See less
  3. উত্তরঃ নারিকেল জিঞ্জিরা। ব্যাখ্যাঃ সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব - দক্ষিণের ইউনিয়ন।  এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।।

    উত্তরঃ নারিকেল জিঞ্জিরা

    ব্যাখ্যাঃ সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব – দক্ষিণের ইউনিয়ন।  এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।

    See less
  4. This answer was edited.

    উত্তরঃ ঢাকা। ব্যাখ্যাঃ জাতিসংঘের বসতিসংক্রান্ত উপাত্তের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপরই ভারতের মুম্বাইয়ের অবস্থান। বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরঃ ঢাকা/ টোকিও/ দিল্লী ঘনবসতিপূণর্ দেশঃ মোনাকো। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর: রিপোর্ট জাতিসংঘের হ্যাবিট্যাট ডাটা থেকে তথRead more

    উত্তরঃ ঢাকা

    ব্যাখ্যাঃ জাতিসংঘের বসতিসংক্রান্ত উপাত্তের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপরই ভারতের মুম্বাইয়ের অবস্থান।

    বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরঃ ঢাকা/ টোকিও/ দিল্লী ঘনবসতিপূণর্ দেশঃ মোনাকো।

    ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর: রিপোর্ট

    • জাতিসংঘের হ্যাবিট্যাট ডাটা থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটিতে বলা হয় শহরটিতে প্রতি বর্গকিলোমিটারে ৪৪,৫০০ জন মানুষ বসবাস করেন।
    • অন্যান্য ঘনবসতিপূর্ণ শহরগুলো মধ্যে অধিকাংশের অবস্থান এশিয়া মহাদেশে। …
    • বসতির এই ঘনত্ব নির্ধারণে মূল শহরের আশে-পাশের অধিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
    See less
  5. উত্তরঃ কিউবা। ব্যাখ্যাঃ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং' - সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়Read more

    উত্তরঃ কিউবা

    ব্যাখ্যাঃ

    গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, ‘ওয়াটার বোর্ডিং’ – সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে।

    এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ – খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ – পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।

    See less
  6. উত্তরঃ গৌতম ঘোষ। ব্যাখ্যাঃ পদ্মানদীর মাঝি হল একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন - রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায়, উৎপল দত্Read more

    উত্তরঃ গৌতম ঘোষ

    ব্যাখ্যাঃ পদ্মানদীর মাঝি হল একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন – রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায়, উৎপল দত্ত প্রমূখ।।

    See less
  7. উত্তরঃ বর্ধমান হাউজ। ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটের ভিত্তিতে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।।

    উত্তরঃ বর্ধমান হাউজ

    ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটের ভিত্তিতে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

    See less
  8. উত্তরঃ কোর্ট অব আরবিট্রেশন। ব্যাখ্যাঃ Court of Arbitration for Sport এর প্রবর্তক জুয়ান এন্থনিও সামারাঞ্চ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুইজারল্যান্ডের লুজানে এবং কার্যকর হয় ৩০ জুন, ১৯৮৪ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৮৩ সালে এর অনুমোদন দান করে। Court of Arbitration for Sport এর অতিরিক্ত আদালত নিউRead more

    উত্তরঃ কোর্ট অব আরবিট্রেশন

    ব্যাখ্যাঃ Court of Arbitration for Sport এর প্রবর্তক জুয়ান এন্থনিও সামারাঞ্চ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুইজারল্যান্ডের লুজানে এবং কার্যকর হয় ৩০ জুন, ১৯৮৪ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৮৩ সালে এর অনুমোদন দান করে। Court of Arbitration for Sport এর অতিরিক্ত আদালত নিউইয়র্ক ও সিডনিতে অবস্থিত।

    See less
  9. উত্তরঃ হামিদুজ্জামান খান। ব্যাখ্যাঃ হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৮ সাRead more

    উত্তরঃ হামিদুজ্জামান খান

    ব্যাখ্যাঃ হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন।

    See less
  10. উত্তরঃ স্যার এ. এফ. রহমান। ব্যাখ্যাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক মাহমুদ হুসাইন। মুক্তিযুদ্ধের প্রারম্ভে বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাবি উপাচার্য হতে পদত্যাগ করেন।।

    উত্তরঃ স্যার এ. এফ. রহমান

    ব্যাখ্যাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক মাহমুদ হুসাইন। মুক্তিযুদ্ধের প্রারম্ভে বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাবি উপাচার্য হতে পদত্যাগ করেন।

    See less

Latest News & Updates

  1. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।  আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্তRead more

    স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। 

    আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।

    স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।

      ভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের  ধরনের সংক্ষিপ্তরূপকে ‘কার’ বলে। স্বরবর্ণের ‘কার’ – চিহ্ন ১০টি। যথা:

    আ—কার ( া)— মা, বাবা, ঢাকা।

    ই—কার ( ি)— কিনি, চিনি, মিনি।

    ঈ—কার ( ী)— শশী, সীমানা, রীতি।

    উ—কার (  )— কুকুর, পুকুর, দুপুর।

    ঊ—কার (  )— ভূত, মূল্য, সূচি।

    ঋ—কার (  )— কৃষক, তৃণ, পৃথিবী।

    এ—কার ()ে— চেয়ার, টেবিল, মেয়ে।

    ঐ—কার ()ৈ— তৈরি, বৈরী, নৈঋত।

    ও—কার ( ো)— খোকা, পোকা, বোকা।

    ঔ—কার ( ৌ)— নৌকা, মৌসুমি, পৌষ।

    See less
  2. উত্তরঃ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।

    উত্তরঃ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।

    See less
  3. ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঠাকুর পরিবারের। তাদের পরিবারটি পিরালী ব্রাহ্মণ বংশের ছিল। তবে ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী।

    ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী।

    বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঠাকুর পরিবারের। তাদের পরিবারটি পিরালী ব্রাহ্মণ বংশের ছিল। তবে ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী।

    See less
Explore Our Blog