Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. উত্তরঃ ১৬১০ খ্রিঃ। ব্যাখ্যাঃ সুবেদার ইসলাম খান চিশতি প্রথম ঢাকায় রাজধানী স্থাপন করেন৷।

    উত্তরঃ ১৬১০ খ্রিঃ

    ব্যাখ্যাঃ সুবেদার ইসলাম খান চিশতি প্রথম ঢাকায় রাজধানী স্থাপন করেন৷

    See less
  2. উত্তরঃ যুক্তরাষ্ট্র। ব্যাখ্যাঃ উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশগুলো হলো— চীন ৮ হাজার ১০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ৭ হাজার ৮৩৬ দশমিক ২৯ মিলিয়ন, সিঙ্গাপুর ২ হাজার ২৬১ দশমিক ৭৬ মিলিয়ন, সৌদি আরব ২ হাজার ৪৬১ দশমিক ৯৮ মিলিয়ন, নেদারল্যান্ডস ১ হাজার ৭৭৪ দশমিক ৬৪ মিলিয়ন, যুক্তরাজ্য ১ হাজার ৯৬২ দশমRead more

    উত্তরঃ যুক্তরাষ্ট্র

    ব্যাখ্যাঃ

    উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশগুলো হলো— চীন ৮ হাজার ১০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ৭ হাজার ৮৩৬ দশমিক ২৯ মিলিয়ন, সিঙ্গাপুর ২ হাজার ২৬১ দশমিক ৭৬ মিলিয়ন, সৌদি আরব ২ হাজার ৪৬১ দশমিক ৯৮ মিলিয়ন, নেদারল্যান্ডস ১ হাজার ৭৭৪ দশমিক ৬৪ মিলিয়ন, যুক্তরাজ্য ১ হাজার ৯৬২ দশমিক ৫৩ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ১ হাজার ২১৯ দশমিক ১৯ মিলিয়ন এবং ভারত ৯৭৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

    Ref: Prothom Alo

    See less
  3. উত্তরঃ নাথান কমিশন। ব্যাখ্যাঃ ১৯১২ সালের ২৭ মে তেরো সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।।

    উত্তরঃ নাথান কমিশন

    ব্যাখ্যাঃ ১৯১২ সালের ২৭ মে তেরো সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।

    See less
  4. উত্তরঃ জর্জ ওয়াশিংটন। ব্যাখ্যাঃ জর্জ ওয়াশিংটন ব্যতীত সকল প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করে ছিলেন। হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই তিনি মারা যান। যদিও প্রেসিডেন্ট ওয়াশিংটন বাড়িটির নির্মাণ তদারকি করেছিলেন, তিনি কখনোই সেখানে থাকতেন না। 1800 সাল পর্যন্ত নয়, যখন হোয়াইট হাউস প্রায় সম্পূRead more

    উত্তরঃ জর্জ ওয়াশিংটন

    ব্যাখ্যাঃ জর্জ ওয়াশিংটন ব্যতীত সকল প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করে ছিলেন। হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই তিনি মারা যান।

    যদিও প্রেসিডেন্ট ওয়াশিংটন বাড়িটির নির্মাণ তদারকি করেছিলেন, তিনি কখনোই সেখানে থাকতেন না। 1800 সাল পর্যন্ত নয়, যখন হোয়াইট হাউস প্রায় সম্পূর্ণ হয়েছিল, এর প্রথম বাসিন্দা, রাষ্ট্রপতি জন অ্যাডামস এবং তার স্ত্রী, অ্যাবিগেল, সেখানে চলে আসেন। সেই সময় থেকে, প্রতিটি রাষ্ট্রপতি তার নিজস্ব পরিবর্তন এবং সংযোজন করেছেন

    See less
  5. উত্তরঃ জর্জ ওয়াশিংটন। ব্যাখ্যাঃ জর্জ ওয়াশিংটন ব্যতীত সকল প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করে ছিলেন। হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই তিনি মারা যান।।

    উত্তরঃ জর্জ ওয়াশিংটন

    ব্যাখ্যাঃ জর্জ ওয়াশিংটন ব্যতীত সকল প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করে ছিলেন। হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই তিনি মারা যান।

    See less
  6. উত্তরঃ পাকিস্তান। ব্যাখ্যাঃ মুসলিম সংখ্যা গরিষ্ঠতায় বিশ্বে ইন্দোনেশিয়া ১ম হলেও, ২য় স্থানে রয়েছে পাকিস্তান।।

    উত্তরঃ পাকিস্তান

    ব্যাখ্যাঃ মুসলিম সংখ্যা গরিষ্ঠতায় বিশ্বে ইন্দোনেশিয়া ১ম হলেও, ২য় স্থানে রয়েছে পাকিস্তান।

    See less
  7. উত্তরঃ পাকিস্তান। ব্যাখ্যাঃ প্রথম আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় ভারত, পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে শিরোপা লাভ করে। এতে আইসিসি'র দুইটি সহযোগী দেশ ৫০ - ওভারের প্রতিযোগিতা হিসেবে ২০০৭ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ প্রথম বিভাগে অংশ নিয়Read more

    উত্তরঃ পাকিস্তান

    ব্যাখ্যাঃ

    প্রথম আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় ভারত, পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে শিরোপা লাভ করে। এতে আইসিসি’র দুইটি সহযোগী দেশ ৫০ – ওভারের প্রতিযোগিতা হিসেবে ২০০৭ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ প্রথম বিভাগে অংশ নিয়ে যোগ দেয়। ডিসেম্বর, ২০০৭ সালে সিদ্ধান্ত নেয়া হয় যে, অধিকতর ভালো দল নির্ধারণে ২০ – ওভারের বাছাইপর্ব প্রতিযোগিতা আয়োজন করা হবে। ছয় দলের অংশগ্রহণে শীর্ষস্থানীয় দুই দল ২০০৯ সালের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নিবে ও প্রত্যেকেই প্রাইজমানি বাবদ $২৫০, ০০০ মার্কিন ডলার লাভ করবে।

    ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিযোগিতায় পাকিস্তান শিরোপা জয় করে। ২১ জুন, ২০০৯ তারিখে দলটি শ্রীলঙ্কাকে পরাভূত করে।

    See less
  8. উত্তরঃ সিনজে আবে। ব্যাখ্যাঃ রাষ্ট্রপ্রধান: সম্রাট নারুহিতো প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা ।

    উত্তরঃ সিনজে আবে

    ব্যাখ্যাঃ

    রাষ্ট্রপ্রধান: সম্রাট নারুহিতো

    প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা

    See less
  9. উত্তরঃ জহির রায়হান। ব্যাখ্যাঃ চলচ্চিত্রটি অসমাপ্ত। এটি শেষ হবার আগেই মুক্তিযুদ্ধ আরম্ভ হয়।। 'Let there be light' চলচ্চিত্রটির পরিচালাক জহির রায়হান। কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অন্যান্য ছবি - - কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), সঙ্Read more

    উত্তরঃ জহির রায়হান

    ব্যাখ্যাঃ চলচ্চিত্রটি অসমাপ্ত। এটি শেষ হবার আগেই মুক্তিযুদ্ধ আরম্ভ হয়।

    ‘Let there be light’ চলচ্চিত্রটির পরিচালাক জহির রায়হান।

    কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অন্যান্য ছবি – – কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০) প্রভৃতি। তিনি ‘Stop Genoside’ নামে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার উপর একটি প্রামান্যচিত্র নির্মান করেন। ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।

    See less
  10. উত্তরঃ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড। ব্যাখ্যাঃ এসিড নিক্ষেপের জন্য অপরাধ দমন আইন, ২০০২ - এ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। দেশের প্রতিটি জেলায় এসিড নিক্ষেপ সংক্রান্ত আপরাধের বিচারের জন্য এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে। জেলা ও দায়রা জজদের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবেRead more

    উত্তরঃ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড

    ব্যাখ্যাঃ এসিড নিক্ষেপের জন্য অপরাধ দমন আইন, ২০০২ – এ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। দেশের প্রতিটি জেলায় এসিড নিক্ষেপ সংক্রান্ত আপরাধের বিচারের জন্য এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে। জেলা ও দায়রা জজদের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে

    See less

Latest News & Updates

  1. শামসুর রাহমানের শিশুতোষ রচনা গুলো হলোঃ এলাটিং বেলাটিং (১৯৭৪) ধান ভানলে কুঁড়ো দেব (১৯৭৭) গোলাপ ফুটে খুকির হাতে (১৯৭৭) স্মৃতির শহর (১৯৭৯) রংধনুর সাঁকো (১৯৯৪) লাল ফুলকির ছড়া (১৯৯৫) নয়নার জন্য (১৯৯৭) আমের কুঁড়ি জামের কুঁড়ি (২০০৪) নয়নার জন্য গোলাপ (২০০৫)

    শামসুর রাহমানের শিশুতোষ রচনা গুলো হলোঃ

    1. এলাটিং বেলাটিং (১৯৭৪)
    2. ধান ভানলে কুঁড়ো দেব (১৯৭৭)
    3. গোলাপ ফুটে খুকির হাতে (১৯৭৭)
    4. স্মৃতির শহর (১৯৭৯)
    5. রংধনুর সাঁকো (১৯৯৪)
    6. লাল ফুলকির ছড়া (১৯৯৫)
    7. নয়নার জন্য (১৯৯৭)
    8. আমের কুঁড়ি জামের কুঁড়ি (২০০৪)
    9. নয়নার জন্য গোলাপ (২০০৫)
    See less
  2. শামসুর রাহমানের কাব্যগ্রন্থ গুলোর নামঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) রৌদ্র করোটিতে (১৯৬৩) বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) নিরালোকে দিব্যরথ (১৯৬৮) নিজ বাসভূমে (১৯৭০) বন্দী শিবির থেকে (১৯৭২) দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩) ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪) আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪) এক ধরনের অহংকার (১৯৭৫) আমি অনRead more

    শামসুর রাহমানের কাব্যগ্রন্থ গুলোর নামঃ

    1. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
    2. রৌদ্র করোটিতে (১৯৬৩)
    3. বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)
    4. নিরালোকে দিব্যরথ (১৯৬৮)
    5. নিজ বাসভূমে (১৯৭০)
    6. বন্দী শিবির থেকে (১৯৭২)
    7. দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩)
    8. ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)
    9. আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪)
    10. এক ধরনের অহংকার (১৯৭৫)
    11. আমি অনাহারী (১৯৭৬)
    12. শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭)
    13. বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
    14. প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮)
    15. প্রেমের কবিতা (১৯৮১)
    16. ইকারুসের আকাশ (১৯৮২)
    17. মাতাল ঋত্বিক (১৯৮২)
    18. উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩)
    19. কবিতার সঙ্গে গেরস্থালি (১৯৮৩)
    20. নায়কের ছায়া (১৯৮৩)
    21. আমার কোন তাড়া নেই (১৯৮৪)
    22. যে অন্ধ সুন্দরী কাঁদে (১৯৮৪)
    23. অস্ত্রে আমার বিশ্বাস নেই (১৯৮৫)
    24. হোমারের স্বপ্নময় হাত (১৯৮৫)
    25. শিরোনাম মনে পড়ে না (১৯৮৫)
    26. ইচ্ছে হয় একটু দাঁড়াই (১৯৮৫)
    27. ধুলায় গড়ায় শিরস্ত্রাণ (১৯৮৫)
    28. এক ফোঁটা কেমন অনল (১৯৮৬)
    29. টেবিলে আপেলগুলো হেসে উঠে (১৯৮৬)
    30. দেশদ্রোহী হতে ইচ্ছে করে (১৯৮৬)
    31. অবিরল জলভূমি (১৯৮৬)
    32. আমরা ক’জন সঙ্গী (১৯৮৬)
    33. ঝর্ণা আমার আঙুলে (১৯৮৭)
    34. স্বপ্নেরা ডুকরে উঠে বারবার (১৯৮৭)
    35. খুব বেশি ভালো থাকতে নেই (১৯৮৭)
    36. মঞ্চের মাঝখানে (১৯৮৮)
    37. বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)
    38. হৃদয়ে আমার পৃথিবীর আলো (১৯৮৯)
    39. সে এক পরবাসে (১৯৯০)
    40. গৃহযুদ্ধের আগে (১৯৯০)
    41. খন্ডিত গৌরব (১৯৯২)
    42. ধ্বংসের কিনারে বসে (১৯৯২)
    43. হরিণের হাড় (১৯৯৩)
    44. আকাশ আসবে নেমে (১৯৯৪)
    45. উজাড় বাগানে (১৯৯৫)
    46. এসো কোকিল এসো স্বর্ণচাঁপা (১৯৯৫)
    47. মানব হৃদয়ে নৈবদ্য সাজাই (১৯৯৬)
    48. তুমিই নিঃশ্বাস তুমিই হৃৎস্পন্দন (১৯৯৬)
    49. তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি (১৯৯৭)
    50. হেমন্ত সন্ধ্যায় কিছুকাল (১৯৯৭)
    51. ছায়াগণের সঙ্গে কিছুক্ষণ (১৯৯৭)
    52. মেঘলোকে মনোজ নিবাস (১৯৯৮)
    53. সৌন্দর্য আমার ঘরে (১৯৯৮)
    54. রূপের প্রবালে দগ্ধ সন্ধ্যা রাতে (১৯৯৮)
    55. টুকরা কিছু সংলাপের সাঁকো (১৯৯৮)
    56. স্বপ্নে ও দুঃস্বপ্নে বেচে আছি (১৯৯৯)
    57. নক্ষত্র বাজাতে বাজাতে (২০০০)
    58. শুনি হৃদয়ের ধ্বনি (২০০০)
    59. হৃদপদ্মে জ্যোৎস্না দোলে (২০০১)
    60. ভগ্নস্তূপে গোলাপের হাসি (২০০২)
    61. ভাঙাচোরা চাঁদ মুখ কালো করে ধুকছে (২০০৩)
    62. গন্তব্য নাই বা থাকুক (২০০৪)
    63. কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে (২০০৪)
    64. গোরস্থানে কোকিলের করুণ আহবান (২০০৫)
    65. অন্ধকার থেকে আলোয় (২০০৬)
    66. না বাস্তব না দুঃস্বপ্ন (২০০৬)
    See less
  3. উত্তর: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)।

    উত্তর: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।

    শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০)।

    See less
Explore Our Blog