সর্বপ্রথম ব্যালন ডি’অর চালু হয় ১৯৫৬ সালে। ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' ডি’অর পুরস্কারটি দেয়। ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসই প্রথম ব্যালন ডি'অর পুরস্কার জিতেছিলেন। সেসময় তিনি ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলতেন। ১৯৫৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শুধু ইউরোপীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হRead more
সর্বপ্রথম ব্যালন ডি’অর চালু হয় ১৯৫৬ সালে।
ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ ডি’অর পুরস্কারটি দেয়।
ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসই প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন। সেসময় তিনি ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলতেন।
১৯৫৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শুধু ইউরোপীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হতো৷
ব্যালন ডি’অর ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার।
See less
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কি.মি. কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। এটি ছিল পটুয়াখালী জেলায় অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলRead more
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কি.মি.
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। এটি ছিল পটুয়াখালী জেলায় অবস্থিত।
পর্যটকদের কাছে কুয়াকাটা “সাগর কন্যা” হিসেবে পরিচিত।
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
See lessরাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) কবে গঠিত হয়
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) ০২ মার্চ ১৯৪৮ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাRead more
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) ০২ মার্চ ১৯৪৮ গঠিত হয়।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সামসুল আলম, আবুল খয়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ। পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তোয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম কমিটিতে যোগ দেন। প্রথম আহ্বায়ক ভূঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকাণ্ড গোপনে পরিচালনা করা হতো।
১৯৪৮ সালের জানুয়ারি মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়। বৈঠকে বাংলাকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয়। পরবর্তীতে ১৯৪৮ সালে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে তমদ্দুন মজলিস ও মুসলিম ছাত্রসমাজ এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
See lessরাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করা প্রথম সংগঠনের নাম কি
রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করা প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিশ। ১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস প্রথম ''রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'' গঠনে নেতৃত্ব দেয়।
রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করা প্রথম সংগঠনের নাম
তমদ্দুন মজলিশ।
১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস প্রথম ”রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” গঠনে নেতৃত্ব দেয়।
See lessভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি
ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিশ। ১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস প্রথম ''রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'' গঠনে নেতৃত্ব দেয়।
ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিশ।
১৯৪৭ সালের অক্টোবর মাসে তমদ্দুন মজলিস প্রথম ”রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” গঠনে নেতৃত্ব দেয়।
See lessকোন কবিতা জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়
আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়। বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণাতে প্রলয়োল্লাস, বিদ্রোহী এবং রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত। ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশ হRead more
আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়।
বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণাতে প্রলয়োল্লাস, বিদ্রোহী এবং রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত। ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশ হলে ৮ নভেম্বর পত্রিকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক ১ বছর কারাদণ্ডে দণ্ডিত হন। উল্লেখ্য, অনেকে লিখে থাকেন ‘অগ্নিবীণা’ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্থটি কোনোদিন নিষিদ্ধ হয়নি।
See lessঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কোন দেশ
ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ করেছে কাতার। দানা নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা। ২২ অক্টোবর ২০২৪ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে সন্ধ্যা ছয়টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এRead more
ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ করেছে কাতার।
দানা নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা।
২২ অক্টোবর ২০২৪
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে সন্ধ্যা ছয়টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় এখন অবস্থান করছে।
এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।
তিনি বলেন, “কাল আমরা সাইক্লোন ডিক্লেয়ার (ঘূর্ণিঝড় ঘোষণা) করবো।
”ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘দানা’। এবারের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘দানা’। আর এ নামকরণ করেছে কাতার।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “এটি আরবি শব্দ।
কাতারের দেয়া নাম। অর্থ বড় মুক্তার দানা”।বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে একটি প্যানেল। এ অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয়, ২০০২ সাল থেকে এ প্যানেলের সদস্য দেশগুলো সেগুলোর নামকরণ করে থাকে।
প্রতি চার বছর পর পর সদস্য দেশগুলো বৈঠক করে আগে থেকেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।
আবুল কালাম মল্লিক বলেন, “ইকোনোমিক এন্ড স্যোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক প্যানেলের অন্তর্ভুক্ত সদস্য দেশগুলো এই অঞ্চলের ঘূর্ণিঝড়ের আগাম নামকরণ করে থাকে। এই নামকরণই দেশের নামের আদ্যক্ষর অনুযায়ী যেখানে ঘূর্ণিঝড় হয় সেখানে সে নামেই এটি পরিচিত হয়”।
এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইরান, কাতার, ইয়েমেন, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ
উত্তর: পরিবেদন। 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় পরিবেদন বলে। খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি । যথা : অ , অঘা, অজ , অনা, আ, আড় , আন, আব, ইতি, ঊন (উনা), কদ, কু,নি,পাতি, বি,ভর, রাম, স,সা ,সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।
উত্তর: পরিবেদন।
‘বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে’ এর এক কথায় পরিবেদন বলে।
খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি । যথা : অ , অঘা, অজ , অনা, আ, আড় , আন, আব, ইতি, ঊন (উনা), কদ, কু,নি,পাতি, বি,ভর, রাম, স,সা ,সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।
See lessআরব বসন্তের সূচনা হয় কোথায়
আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে।
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে।
গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
See lessচা এর মধ্যে কোন এসিড বিদ্যমান
চায়ের মধ্যে টেনিক এসিড থাকে। চা এ টেনিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড সহ বিভিন্ন ধরণের অ্যাসিড থাকে। টেনিক অ্যাসিড হল চায়ের সবচেয়ে প্রচুর অ্যাসিড এবং এটি চায়ের তিক্ত স্বাদের জন্য দায়ী। অক্সালিক অ্যাসিড হল আরেকটি সাধারণ অ্যাসিড চা এবং এটি কিডনিতে পাথর তৈরির সাথেRead more
চায়ের মধ্যে টেনিক এসিড থাকে।
চা এ টেনিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড সহ বিভিন্ন ধরণের অ্যাসিড থাকে। টেনিক অ্যাসিড হল চায়ের সবচেয়ে প্রচুর অ্যাসিড এবং এটি চায়ের তিক্ত স্বাদের জন্য দায়ী। অক্সালিক অ্যাসিড হল আরেকটি সাধারণ অ্যাসিড চা এবং এটি কিডনিতে পাথর তৈরির সাথে যুক্ত হয়েছে। সাইট্রিক অ্যাসিড হল খট্টা স্বাদের জন্য দায়ী অ্যাসিড যা লেবু এবং কমলার মতো অন্যান্য খাবারেও পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড হল একটি অ্যাসিড যা আপেল এবং নাশপাতির মতো ফলের মধ্যেও পাওয়া যায় এবং এটি চায়ের টক স্বাদে অবদান রাখে।
See lessআমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ কি
'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ - অপদার্থ। আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) – তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি।
‘আমড়া কাঠের ঢেকি’ বাগধারাটির অর্থ – অপদার্থ।
আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) – তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি।
See less