বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত। এগুলো হলো: খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।
বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত। এগুলো হলো: খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।
See lessSign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্ড্রবর্ধন। পুণ্ড্র হলো বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম। এর বর্তমান নাম মহাস্থানগড়। এখানে মৌর্য নামে প্রাচীন বাংলায় একটি রাজবংশ বিদ্যমান ছিল।
হজ্জে হাজীদের কোরবানি দেওয়া পশুর মাংস কি করা হয়?
আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহায় বিশ্বব্যাপী একযোগে মুসলমানরা পশু কোরবানি করেন। হজের অন্যতম অনুষঙ্গ হিসেবে সৌদি আরবে প্রতিবছর লাখ লাখ পশু কোরবানি করা হয়। সৌদিতে হাজীদের একটি অংশ নিজে মুস্তাহালাকায় (পশুরহাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। আরেকটি অংশ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি)Read more
আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহায় বিশ্বব্যাপী একযোগে মুসলমানরা পশু কোরবানি করেন। হজের অন্যতম অনুষঙ্গ হিসেবে সৌদি আরবে প্রতিবছর লাখ লাখ পশু কোরবানি করা হয়। সৌদিতে হাজীদের একটি অংশ নিজে মুস্তাহালাকায় (পশুরহাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। আরেকটি অংশ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) নির্দিষ্ট পরিমাণ রিয়াল জমা দিয়ে তাদের মাধ্যমে কোরবানি দেন।
আইডিবির তত্ত্বাবধানে সবচেয়ে বেশি কোরবানি হয় মক্কায়। আইডিবির মাধ্যমে কোরবানির জন্য কুপন মুল্যের মধ্যে পশুর দাম, কসাইখানার খরচ, হিমাগারে মাংস সংরক্ষণ ও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের গরিব লোকজনের মধ্যে এই মাংস বিতরণের খরচ বাবদ এ মূল্য নেয়া হয়।
প্রতি বছর ‘দুম্বার মাংস’ নামে বাংলাদেশেও এ মাংস পাঠানো হয়। এছাড়া আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলোতে এসব মাংস বিতরণ করা হয়। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে বেশি দেওয়া হয়। আইডিবির এ প্রজেক্টটির নাম ‘ইউটিলাইজেশন ফর দ্য সেক্রিফিশিয়াল অ্যানিমেল’ যা আদাহি নামেও পরিচিত।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সভাপতি ডক্টর বান্দার হাজ্জারের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, হজে বিভিন্ন দেশে মাংসের বিতরণের প্রকল্পটি ৩৭ বছর আগে চালু হয়েছিল। সৌদি সরকার এটি পরিচালনা করে আসছে। কারণ, বছরের পর বছর ধরে হজের সময় মাংসের প্রাচুর্য সৌদি আরবে সমস্যা হয়ে দাঁড়ায়। হাজীরা কোরবানির সব মাংস খেতে পারে না। ফলে তারা সেগুলো রাস্তায় ফেলে দিতেন। এতে রাস্তার পাশে ফেলে দেওয়া মাংস পচে দুর্গন্ধ ছড়াত, দূষণ হতো পরিবেশ।
অপচয় ও দূষণ এড়াতে দরিদ্রদের সাহায্য করার জন্য সৌদি সরকার ১৯৮৩ সালে প্রথম এ উদ্যোগ নেয়। প্রকল্পটি পরিচালনা করার জন্য সরকার আইডিবিকে দায়িত্ব দেয়। ২০০০ সালের পর আদাহি প্রকল্পটি আরও বিকশিত হয়। যেখানে বর্তমানে ৪০ হাজারেরও বেশি কর্মচারী কাজ করে। অতিরিক্ত মাংস নিরাময়ের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্রটিতে প্রতিদিন ৫০০ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করা যায়। এবং কারখানায় ব্যবহার করা যেতে পারে এমন নিষ্কাশিত চর্বি থেকে আলাদা করে প্রাকৃতিক সার তৈরি করা হয়।
এসব কোরবানির মাংস নিয়ম মেনে বণ্টন করা হয়। মসজিদুল হারামের আশেপাশের দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ শুরু হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং মুসলিম দেশগুলাতে শিপিং শুরু হয় মহররম মাসের প্রথম দিন। এছাড়াও সৌদি আরবের মধ্যে ২৫০টি দাতব্য সংস্থার মাধ্যমে মাংস বিতরণ করা হয়।
প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ পশু কোরবানি দেয়া হয়েছে। যার পুরো মাংস মুসলিম দেশগুলোতে বিতরণ করা হয়েছে। বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের ঘরে এ মাংস পৌঁছানো হয়েছে।
See lessগোধুলির কারণ কি?
গোধুলির কারণ - আলোর বিক্ষেপণ। সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমন্ডলে ভাসমান ধূলিকণা পানি ইত্যাদির মধ্যে দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল, আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে। কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হওয়ায় এটি সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই সRead more
গোধুলির কারণ – আলোর বিক্ষেপণ।
সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমন্ডলে ভাসমান ধূলিকণা পানি ইত্যাদির মধ্যে দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল, আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে। কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হওয়ায় এটি সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় এবং একে গোধূলি বলে।
See lessWhat make Egypt pyramid
Locally quarried limestone was the material of choice for the main body of these pyramids, while a higher quality of limestone quarried at Tura (near modern Cairo) was used for the outer casing.
Locally quarried limestone was the material of choice for the main body of these pyramids, while a higher quality of limestone quarried at Tura (near modern Cairo) was used for the outer casing.
See lessবাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়
বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটর জেলার লালপুর উপজেলায় (১১৭.৫সেমি)। আর সিলেটের লালখালে (লালখাল নয়) সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় (৬৩৭.৫ সেমি)।
বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটর জেলার লালপুর উপজেলায় (১১৭.৫সেমি)।
আর সিলেটের লালখালে (লালখাল নয়) সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় (৬৩৭.৫ সেমি)।
See lessঘুম থেকে জেগে উঠার পর কন্ঠ ভারী হয় কেন?
সকালে কন্ঠস্বর ভারী হয়ে যাওয়ার মূল কারণ হলো ঘুমের সময় কণ্ঠনালীর টিস্যুতে ফ্লুইড জমা হওয়া, যা কণ্ঠনালীকে ফুলিয়ে তোলে এবং কণ্ঠস্বরকে ভারী করে। ঘুমানোর সময় আমরা নড়াচড়া কম করি, ফলে কণ্ঠনালীর চারপাশের ফ্লুইড সহজে সরে যেতে পারে না। এছাড়া, মিউকাস জমে থাকা, শরীরের মাংসপেশি শিথিল হওয়া এবং কণ্ঠনালীRead more
সকালে কন্ঠস্বর ভারী হয়ে যাওয়ার মূল কারণ হলো ঘুমের সময় কণ্ঠনালীর টিস্যুতে ফ্লুইড জমা হওয়া, যা কণ্ঠনালীকে ফুলিয়ে তোলে এবং কণ্ঠস্বরকে ভারী করে। ঘুমানোর সময় আমরা নড়াচড়া কম করি, ফলে কণ্ঠনালীর চারপাশের ফ্লুইড সহজে সরে যেতে পারে না। এছাড়া, মিউকাস জমে থাকা, শরীরের মাংসপেশি শিথিল হওয়া এবং কণ্ঠনালী শুষ্ক হয়ে যাওয়াও গলার স্বরকে আরও গভীর করে তোলে। সকালে উঠে হাইড্রেট থাকা, গরম চা পান করা বা গোছল করা কণ্ঠনালীর স্বাভাবিক স্বর ফিরিয়ে আনতে সহায়তা করে।
রেফারেন্স: Beth Roars
MD Isradul Khan Plabon
টিম সায়েন্স বী
See lessবিবি মরিয়মের সমাধি কোথায় রয়েছে?
বিবি মরিয়মের সমাধি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত। এটি মুঘল আমলে নির্মিত একটি সমাধি সৌধ।
বিবি মরিয়মের সমাধি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত। এটি মুঘল আমলে নির্মিত একটি সমাধি সৌধ।
See lessবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে কত তারিখে শহীদ হয়?
১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পার্ক মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে মিছিলের সামনে থেকে বুক পেতে দিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন আবু সাঈদ।
১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পার্ক মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে মিছিলের সামনে থেকে বুক পেতে দিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন আবু সাঈদ।
See lessঅর্ধচন্দ্র কথাটির অর্থ কী?
'অর্ধচন্দ্র' - এর অর্থ গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ - আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।
‘অর্ধচন্দ্র’ – এর অর্থ গলা ধাক্কা দেয়া।
অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ – আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।
See lessআঁধার ঘরের মানিক বাগধারাটির অর্থ কি
আঁধার ঘরের মানিক বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন বা অত্যন্ত প্রিয়জন।
আঁধার ঘরের মানিক বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন বা অত্যন্ত প্রিয়জন।
See less