বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।
See less
ড. মুহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হRead more
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন।
See lessরাস্তার হলুদ বাতিতে কোন আলো ব্যবহার করা হয়
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম আলো ব্যবহার করা হয়। রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভাল সতর্কতা সংকেত দেয়। হিলিয়াম, আর্গন, এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যRead more
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম আলো ব্যবহার করা হয়।
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভাল সতর্কতা সংকেত দেয়।
হিলিয়াম, আর্গন, এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যাস যা রাস্তার বাতির জন্য ব্যবহৃত হয় না। এই গ্যাসগুলি আলো নির্গত করে না।
See lessবাংলাদেশ এ পর্যন্ত কয়বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে?
বাংলাদেশ এ পর্যন্ত ২ বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে৷
বাংলাদেশ এ পর্যন্ত ২ বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে৷
See less৭ম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ বিজয়ী দল কোনটি?
৭ম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ বিজয়ী দল বাংলাদেশ।
৭ম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ বিজয়ী দল বাংলাদেশ।
See lessজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম নাম বাদ দেওয়া হয় কত সালে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ১৯৭৩ সালে । ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিRead more
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ১৯৭৩ সালে ।
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়।এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৯৭৩ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এই নামকরণ হয়।
See lessতুরস্ক কোন মহাদেশে অবস্থিত
তুরস্ক মূলত দুটি মহাদেশে অবস্থিত যথা: এশিয়া এবং ইউরোপ। দেশটির বেশিরভাগ অংশ এশিয়ার আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত এবং অন্য ছোট অংশ ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত। তুরস্ককে অফিসিয়ালি একটি এশিয়ান দেশ হিসেবে গণ্য করা হয়। এর কারণ তুরস্কের বৃহত্তর অংশ এশিয়াতে অবস্থিত। তবে এটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অRead more
তুরস্ক মূলত দুটি মহাদেশে অবস্থিত যথা: এশিয়া এবং ইউরোপ। দেশটির বেশিরভাগ অংশ এশিয়ার আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত এবং অন্য ছোট অংশ ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত।
তুরস্ককে অফিসিয়ালি একটি এশিয়ান দেশ হিসেবে গণ্য করা হয়।
এর কারণ তুরস্কের বৃহত্তর অংশ এশিয়াতে অবস্থিত। তবে এটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে ইউরোপের সাথেও সম্পর্কিত আছে।
See lessপ্রাচ্যের এরিস্টটল বলা হয় কাকে
নব্য বা প্রাচ্যের এরিস্টটল বলা হয় আল ফারাবী কে। আল ফারাবিকে প্রাচ্যের এরিস্টটল বলা হয় দর্শনে তাঁর অবদানের জন্য৷
নব্য বা প্রাচ্যের এরিস্টটল বলা হয় আল ফারাবী কে।
আল ফারাবিকে প্রাচ্যের এরিস্টটল বলা হয় দর্শনে তাঁর অবদানের জন্য৷
See lessআল ফারাবিকে প্রাচ্যের এরিস্টটল বলার কারণ কি
আল ফারাবিকে প্রাচ্যের এরিস্টটল বলার কারণ দর্শনে তাঁর অবদান৷
ঝুলন্ত ব্রিজ কোথায় অবস্থিত?
কাপ্তাই কাপ্তাই হ্রদের উপরের ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি তে অবস্থিত। পর্যটকদের কাছে দেশের যে কয়টি জেলা আগ্রহের কেন্দ্রে অবস্থান করে তার মধ্যে অন্যতম রাঙ্গামাটি। এর এই দর্শনীয় জেলার ল্যান্ডমার্ক আইকন হচ্ছে ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের উপর নির্মিত এই ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ ‘সিম্বল অফ রাঙ্গামাটি’ হিসাবেRead more
কাপ্তাই কাপ্তাই হ্রদের উপরের ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি তে অবস্থিত।
পর্যটকদের কাছে দেশের যে কয়টি জেলা আগ্রহের কেন্দ্রে অবস্থান করে তার মধ্যে অন্যতম রাঙ্গামাটি। এর এই দর্শনীয় জেলার ল্যান্ডমার্ক আইকন হচ্ছে ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের উপর নির্মিত এই ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ ‘সিম্বল অফ রাঙ্গামাটি’ হিসাবে খ্যাত। ১৯৮৬ খ্রিস্টাব্দে গড়ে উঠা ‘পর্যটন হোলিডে কমপ্লেক্স’ এ তত্ত্বাবধানে এই ঝুলন্ত ব্রিজটিও নির্মাণ করা হয়।
নয়নাভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে জুড়ে দিয়েছে আন্তরিক সম্পর্ক। ঝুলন্ত হওয়ায় সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন দ্যোতনা। এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম। ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িষ্ণু চালচিত্র। দেখার জন্য প্রবেশ মূল্য হিসেবে পর্যটন কর্পোরেশনকে দিতে হবে বিশ টাকা।
See lessClimax এর পারিভাষিক অর্থ কী?
'Climax' পারিভাষিক অর্থ মহামুহূর্ত।
‘Climax’ পারিভাষিক অর্থ মহামুহূর্ত।