Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. ‘ঢেঁকি’ শব্দটি দেশি ভাষার শব্দ।  উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি দেশি শব্দ । বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় । এসব শব্দকে দেশি শব্দ বলে । যেমন - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি ।

    ‘ঢেঁকি’ শব্দটি দেশি ভাষার শব্দ। 

    উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি দেশি শব্দ ।

    বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় । এসব শব্দকে দেশি শব্দ বলে । যেমন – কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি ।

    See less
  2. বর্তমানে বিশ্বে শীর্ষ যক্ষ্মা রোগীর দেশ ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত বছর বিশ্বব্যাপী যক্ষ্মার (টিবি) রেকর্ডসংখ্যক ৮২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। ১৯৯৫ সাল থেকে সংস্থাটি বৈশ্বিক টিবি মনিটরিং শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা। ডাব্লিউএইচওর গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২Read more

    বর্তমানে বিশ্বে শীর্ষ যক্ষ্মা রোগীর দেশ ভারত

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত বছর বিশ্বব্যাপী যক্ষ্মার (টিবি) রেকর্ডসংখ্যক ৮২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। ১৯৯৫ সাল থেকে সংস্থাটি বৈশ্বিক টিবি মনিটরিং শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা।

    ডাব্লিউএইচওর গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২০২৪ মঙ্গলবার প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, বিশ্বব্যাপী টিবি মোকাবেলায় ‘মিশ্র অগ্রগতি’ হয়েছে এবং উল্লেখযোগ্য তহবিলের অভাবের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে।

    ২০২২ সালে টিবি সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ২০ হাজার থেকে ২০২৩ সালে সাড়ে ১২ লাখে নেমে এসেছে। তবে রোগ সংক্রমণের সংখ্যা ৭৫ লাখ থেকে বেড়ে ৮২ লাখে পৌঁছেছে। তবে সব নতুন সংক্রমণ শনাক্ত হয় না। সংস্থাটির অনুমান, প্রকৃতপক্ষে প্রায় এক কোটি আট লাখ মানুষ গত বছর এই রোগে আক্রান্ত হয়েছিল।

    ডাব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস এক বিবৃতিতে বলেছেন, ‘যক্ষ্মায় এখনো এত মানুষের মৃত্যু ও অসুস্থ হওয়া একটি ক্ষোভের বিষয়, যখন এটি প্রতিরোধ, শনাক্ত ও চিকিৎসার জন্য আমাদের হাতে সরঞ্জাম রয়েছে। ডাব্লিউএইচওর সব দেশকে আহ্বান জানায়, তারা যেন তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করে, এই সরঞ্জামগুলোর ব্যাপক ব্যবহার বৃদ্ধি করে এবং যক্ষ্মা নির্মূলে প্রতিশ্রুতি বাস্তবায়িত করে।’

    রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে সংক্রমণ বৃদ্ধির মূল কারণ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি। গত বছর প্রতি এক লাখে ১৩৪টি নতুন যক্ষ্মা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল, যা ২০২২ সালের তুলনায় ০.২ শতাংশ বেশি।

    See less
  3. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত।

    বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার সমুদ্র সৈকত।

    ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত।

    See less
  4. ডন পাকিস্তানের পত্রিকা। ডন (ইংরেজি: Dawn, অনুবাদ 'প্রভাত') হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি 'ডন গ্রুপ অব নিউজপেপার্স' নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়। পত্রিকাটি 'পাকিRead more

    ডন পাকিস্তানের পত্রিকা।

    ডন (ইংরেজি: Dawn, অনুবাদ ‘প্রভাত’) হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা।

    দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি ‘ডন গ্রুপ অব নিউজপেপার্স’ নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়।

    পত্রিকাটি ‘পাকিস্তান হেরাল্ড পাবলিকেশন্স’ দ্বারা প্রকাশিত হয় এবং হেরাল্ড নামে পত্রিকাটির আলাদা একটি ম্যাগাজিন আছে যা প্রতিদিন বের হয় পত্রিকাটির সঙ্গেই, আরো ম্যাগাজিন হলো ‘স্পাইডার’ (মাসিক) এবং ‘অরোরা’ (দৈনিক)

    See less
  5. পায়ে তেল দেওয়া বাগধারাটির অর্থ তোষামোদ করা। 

    পায়ে তেল দেওয়া বাগধারাটির অর্থ তোষামোদ করা। 

    See less
  6. খড়ের গম্বুজ কবিতাটির লেখক কবি আল মাহমুদ। 

    খড়ের গম্বুজ কবিতাটির লেখক কবি আল মাহমুদ। 

    See less
  7. আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য, ‘আহান মঞ্জিল’ এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গণি। তিনি তাঁর পুত্র কাজা আহসানুল্লাহ - র নামানুসারে এর নামকরণ করেন। আহসান মঞ্জল এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল। 

    আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য, ‘আহান মঞ্জিল’ এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গণি। তিনি তাঁর পুত্র কাজা আহসানুল্লাহ – র নামানুসারে এর নামকরণ করেন।

    আহসান মঞ্জল এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল 

    See less
  8. শাঁখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট। শাঁখের করাত - দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সংকট।

    শাঁখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট

    শাঁখের করাত – দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সংকট।

    See less
  9. ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।

    ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।

    See less
  10. কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারি জেলায় অবস্থিত। ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।

    কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারি জেলায় অবস্থিত।

    ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।

    See less

Latest News & Updates

  1. কুমিরের প্রেম বাগধারাটির অর্থ হলো মিথ্যা ভালোবাসা বা ভান করা ভালোবাসা। এটি সাধারণত এমন অবস্থায় ব্যবহৃত হয় যেখানে কেউ স্বার্থপরতার কারণে বা কপট আচরণের মাধ্যমে ভালোবাসার ভান করে।

    কুমিরের প্রেম বাগধারাটির অর্থ হলো মিথ্যা ভালোবাসা বা ভান করা ভালোবাসা। এটি সাধারণত এমন অবস্থায় ব্যবহৃত হয় যেখানে কেউ স্বার্থপরতার কারণে বা কপট আচরণের মাধ্যমে ভালোবাসার ভান করে।

    See less
  2. ‘পুষ্পা’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।  পুষ্পা শব্দটি সংস্কৃত উৎসের একটি মেয়েলি হিন্দু নাম। এর অর্থ "ফুল" পুষ্প সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাই পুষ্প একটি তৎসম শব্দ।   

    ‘পুষ্পা’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 

    পুষ্পা শব্দটি সংস্কৃত উৎসের একটি মেয়েলি হিন্দু নাম। এর অর্থ “ফুল”

    পুষ্প সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাই পুষ্প একটি তৎসম শব্দ। 

     

    See less
  3. রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে। মধ্য কানাডা হতে মধ্যমিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর গমের চাষ করা হয়। মধ্য আমেরিকায় সুবিস্তৃত প্রেইরি তৃণভূমি অবস্থিত। এজন্য প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

    রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে

    মধ্য কানাডা হতে মধ্যমিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর গমের চাষ করা হয়। মধ্য আমেরিকায় সুবিস্তৃত প্রেইরি তৃণভূমি অবস্থিত। এজন্য প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

    See less
Explore Our Blog