মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন জান্নাতাবাদ।
মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ‘।
মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন জান্নাতাবাদ।
See less
বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি
বর্তমানে আয়তনে দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। এর আয়তন ৩৩, ৯০৯ বর্গকিলোমিটার। জেলা আছে ১১ টি। এর পরের অবস্থানে আছে ঢাকা। এর আয়তন ২০, ৫০৯। আয়তনে ছোট বিভাগ ময়মনসিংহ এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিমি।
বর্তমানে আয়তনে দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
এর আয়তন ৩৩, ৯০৯ বর্গকিলোমিটার।
জেলা আছে ১১ টি।
এর পরের অবস্থানে আছে ঢাকা। এর আয়তন ২০, ৫০৯।
আয়তনে ছোট বিভাগ ময়মনসিংহ এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিমি।
পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
এশিয়া
এশিয়া
See lessভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী বিভাগ কয়টি
বাংলাদেশের বরিশাল বিভাগ ঢাকা বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩০ টি। এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ৪ টি, সিলেট বিভাগে ৪ টি, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৪ টি, রংপুর বিভাগে ৬ টি এবং খুলনা বিভাগে ৬ টি সীমান্ত রয়েছে।
বাংলাদেশের বরিশাল বিভাগ ঢাকা বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩০ টি। এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ৪ টি, সিলেট বিভাগে ৪ টি, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৪ টি, রংপুর বিভাগে ৬ টি এবং খুলনা বিভাগে ৬ টি সীমান্ত রয়েছে।
See lessতুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি
তুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ।
তুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ।
See lessষোলকলা বাগধারার অর্থ কি
'ষোল কলা' বাগধারার সঠিক অর্থ সম্পূর্ণ বা পুরোপুরি।
‘ষোল কলা’ বাগধারার সঠিক অর্থ সম্পূর্ণ বা পুরোপুরি।
সাত পাহাড়ের দেশ বলা হয় কাকে
সাত পাহাড়ের দেশ বলা হয় - রোম। রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। ২.৯ মিলিয়ন অধিবাসী নিয়ে ১, ২৮৫ কিমি২ (৪৯৬.১ মা২) এটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল কমুনে এবং শহুরে জনসংখ্যা দ্বারা ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ সবচেয়ে জনবহুল শহর। রোম মেট্রোপলিটন শহরের জনসংখ্যা ৪.৩ মিলিয়ন। লাসিওর মধ্যে, টাইবার নদীRead more
সাত পাহাড়ের দেশ বলা হয় – রোম।
রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। ২.৯ মিলিয়ন অধিবাসী নিয়ে ১, ২৮৫ কিমি২ (৪৯৬.১ মা২) এটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল কমুনে এবং শহুরে জনসংখ্যা দ্বারা ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ সবচেয়ে জনবহুল শহর। রোম মেট্রোপলিটন শহরের জনসংখ্যা ৪.৩ মিলিয়ন।
লাসিওর মধ্যে, টাইবার নদীর তীরে বরাবর, শহরটি ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিম অংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
See lessশেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কবে
শেখ হাসিনা দেশ ত্যাগ করেন ৫ই আগস্ট ২০২৪ সালে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
শেখ হাসিনা দেশ ত্যাগ করেন ৫ই আগস্ট ২০২৪ সালে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
See lessশান্তিরক্ষী বাহিনী প্রেরণে শীর্ষে কোন দেশ?
শান্তিরক্ষী বাহিনী প্রেরণে শীর্ষ দেশ নেপাল। বাংলাদেশ - ২য় । 1. 🇳🇵 Nepal 6,247 2. 🇧🇩 Bangladesh 6,197 3. 🇮🇳 India 6,073 4. 🇷🇼 Rwanda 5,919 5. 🇵🇰 Pakistan 4,164
শান্তিরক্ষী বাহিনী প্রেরণে শীর্ষ দেশ নেপাল।
বাংলাদেশ – ২য় ।
2. 🇧🇩 Bangladesh 6,197
3. 🇮🇳 India 6,073
4. 🇷🇼 Rwanda 5,919
5. 🇵🇰 Pakistan 4,164
See lessকুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কি.মি. কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। এটি ছিল পটুয়াখালী জেলায় অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলRead more
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কি.মি.
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। এটি ছিল পটুয়াখালী জেলায় অবস্থিত।
পর্যটকদের কাছে কুয়াকাটা “সাগর কন্যা” হিসেবে পরিচিত।
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
See lessরাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) কবে গঠিত হয়
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) ০২ মার্চ ১৯৪৮ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাRead more
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো) ০২ মার্চ ১৯৪৮ গঠিত হয়।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সামসুল আলম, আবুল খয়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ। পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তোয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম কমিটিতে যোগ দেন। প্রথম আহ্বায়ক ভূঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকাণ্ড গোপনে পরিচালনা করা হতো।
১৯৪৮ সালের জানুয়ারি মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়। বৈঠকে বাংলাকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয়। পরবর্তীতে ১৯৪৮ সালে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে তমদ্দুন মজলিস ও মুসলিম ছাত্রসমাজ এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
See less