বাংলাদেশের সর্বশেষ জেলা হলো ফেনী জেলা ৭ নভেম্বর, ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬৬ সালে। পাকিস্তান প্রতিষ্ঠার সময়, বর্তমান বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ১৭টি। ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা ও বরিশাল জেলার পটুয়াখালী মহকুমাকRead more
বাংলাদেশের সর্বশেষ জেলা হলো ফেনী জেলা ৭ নভেম্বর, ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়।
ডন কোন দেশের পত্রিকা
ডন পাকিস্তানের পত্রিকা। ডন (ইংরেজি: Dawn, অনুবাদ 'প্রভাত') হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি 'ডন গ্রুপ অব নিউজপেপার্স' নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়। পত্রিকাটি 'পাকিRead more
ডন পাকিস্তানের পত্রিকা।
ডন (ইংরেজি: Dawn, অনুবাদ ‘প্রভাত’) হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা।
দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি ‘ডন গ্রুপ অব নিউজপেপার্স’ নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়।
পত্রিকাটি ‘পাকিস্তান হেরাল্ড পাবলিকেশন্স’ দ্বারা প্রকাশিত হয় এবং হেরাল্ড নামে পত্রিকাটির আলাদা একটি ম্যাগাজিন আছে যা প্রতিদিন বের হয় পত্রিকাটির সঙ্গেই, আরো ম্যাগাজিন হলো ‘স্পাইডার’ (মাসিক) এবং ‘অরোরা’ (দৈনিক)
See lessপায়ে তেল দেওয়া বাগধারাটির অর্থ কি
পায়ে তেল দেওয়া বাগধারাটির অর্থ তোষামোদ করা।
পায়ে তেল দেওয়া বাগধারাটির অর্থ তোষামোদ করা।
See lessখড়ের গম্বুজ কবিতাটি কার লেখা?
খড়ের গম্বুজ কবিতাটির লেখক কবি আল মাহমুদ।
খড়ের গম্বুজ কবিতাটির লেখক কবি আল মাহমুদ।
See lessআহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত
আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য, ‘আহান মঞ্জিল’ এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গণি। তিনি তাঁর পুত্র কাজা আহসানুল্লাহ - র নামানুসারে এর নামকরণ করেন। আহসান মঞ্জল এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল।
আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য, ‘আহান মঞ্জিল’ এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গণি। তিনি তাঁর পুত্র কাজা আহসানুল্লাহ – র নামানুসারে এর নামকরণ করেন।
আহসান মঞ্জল এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল।
See lessশাঁখের করাত বাগধারাটির অর্থ কি
শাঁখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট। শাঁখের করাত - দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সংকট।
শাঁখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট।
শাঁখের করাত – দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সংকট।
See lessদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি?
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
See lessকৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত
কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারি জেলায় অবস্থিত। ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারি জেলায় অবস্থিত।
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
See lessড. মুহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হRead more
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন।
See lessরাস্তার হলুদ বাতিতে কোন আলো ব্যবহার করা হয়
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম আলো ব্যবহার করা হয়। রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভাল সতর্কতা সংকেত দেয়। হিলিয়াম, আর্গন, এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যRead more
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম আলো ব্যবহার করা হয়।
রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভাল সতর্কতা সংকেত দেয়।
হিলিয়াম, আর্গন, এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যাস যা রাস্তার বাতির জন্য ব্যবহৃত হয় না। এই গ্যাসগুলি আলো নির্গত করে না।
See lessবাংলাদেশ এ পর্যন্ত কয়বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে?
বাংলাদেশ এ পর্যন্ত ২ বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে৷
বাংলাদেশ এ পর্যন্ত ২ বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে৷
See less