Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. উত্তরঃ মির্জা আহমেদ খান ব্যাখ্যাঃ ১৮ শতকে মির্জা আহমেদ জান ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন । তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল নাRead more

    উত্তরঃ মির্জা আহমেদ খান

    ব্যাখ্যাঃ ১৮ শতকে মির্জা আহমেদ জান ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন ।

    তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল না। জানা যায়, আঠারো শতকে ঢাকার ‘মহল্লা আলে আবু সাঈয়ীদ’-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। ‌মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। ১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে, ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।

    See less
  2. 'কার্ত্তিক' শব্দের অর্থ বহুবিধ। এছাড়াও বাংলা সনের সপ্তম মাস, হিন্দু পঞ্জিকা ও ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস, হেমন্ত ঋতুর শুরু, কার্তিক দীপোৎসবের মতো অনেক উৎসব পালিত হয় এই মাসে।  আর কার্তিক 'দেওয়া' অর্থ হলো:  বাড়িতে সদ্য বিবাহিত কোনো ছেলে থাকলে তার পুত্রসন্তানের কামনায় তার বন্ধু-বান্ধব, পাড়াRead more

    ‘কার্ত্তিক’ শব্দের অর্থ বহুবিধ। এছাড়াও বাংলা সনের সপ্তম মাস, হিন্দু পঞ্জিকা ও ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস, হেমন্ত ঋতুর শুরু, কার্তিক দীপোৎসবের মতো অনেক উৎসব পালিত হয় এই মাসে। 

    আর কার্তিক ‘দেওয়া’ অর্থ হলো: 

    বাড়িতে সদ্য বিবাহিত কোনো ছেলে থাকলে তার পুত্রসন্তানের কামনায় তার বন্ধু-বান্ধব, পাড়াপড়শি তাকে রাতের অন্ধকারে, অগোচরে কার্তিক দেয়। যারা দেয় তারা মিষ্টান্নসহ একটি পত্রও দেয়। সেই পত্রে অনেকে ছড়া কাটে, রহস্য করে, রঙ্গ করে। যে মুহূর্তে কার্তিক দেওয়া হয় সে মুহূর্তে সে মূর্তি হয়ে যায় বাড়ির ছোট্ট সন্তান। জল-তুলসি-প্রসাদ-ধূপ-দীপ দিয়ে নিত্য আরাধনা করতে হয়৷ তারপর কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে ধুমধাম করে কার্তিক পূজা করে নবদম্পতি। এরপর কেউ বিসর্জন দিয়ে দেয়, কেউ বট-অশ্বত্থ-পাকুড়-বেল ইত্যাদি গাছের তলায় অথবা মন্দিরের কাছে রেখে দিয়ে চলে আসে। তিনবছর একটানা রাখতে হয় না। পুত্রপ্রাপ্তি হলে অন্য কোনো একবছর জোড়া কার্তিক পূজো করে নেয় সবাই।

    See less
  3. সর্বপ্রথম ব্যালন ডি’অর চালু হয় ১৯৫৬ সালে।  ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' ডি’অর পুরস্কারটি দেয়।  ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসই প্রথম ব্যালন ডি'অর পুরস্কার জিতেছিলেন। সেসময় তিনি ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলতেন।  ১৯৫৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শুধু ইউরোপীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হRead more

    সর্বপ্রথম ব্যালন ডি’অর চালু হয় ১৯৫৬ সালে। 

    ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ ডি’অর পুরস্কারটি দেয়। 

    ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসই প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন। সেসময় তিনি ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলতেন। 

    ১৯৫৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শুধু ইউরোপীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হতো৷ 

    ব্যালন ডি’অর ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। 

    See less
  4. ঢাকার চক মসজিদের নির্মাতা শায়েস্তা খান৷  ব্যাখ্যা: শায়েস্তা খান ছিলেন মুঘল আমলে বাংলার সুবাদার এবং তিনি ঢাকার চক মসজিদ নির্মাণ করেন। ভুল অপশন ১: মীর জুমলা ব্যাখ্যা: মীর জুমলা ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন সুবাদার, কিন্তু চক মসজিদ নির্মাণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভুল অপশন ২: ইসলাম খান ব্যাখ্যা: ইসRead more

    ঢাকার চক মসজিদের নির্মাতা শায়েস্তা খান৷ 

    ব্যাখ্যা: শায়েস্তা খান ছিলেন মুঘল আমলে বাংলার সুবাদার এবং তিনি ঢাকার চক মসজিদ নির্মাণ করেন।

    ভুল অপশন ১: মীর জুমলা
    ব্যাখ্যা: মীর জুমলা ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন সুবাদার, কিন্তু চক মসজিদ নির্মাণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

    ভুল অপশন ২: ইসলাম খান
    ব্যাখ্যা: ইসলাম খান ছিলেন ঢাকার প্রথম মুঘল সুবাদার, তবে তিনি চক মসজিদ নির্মাণ করেননি।

    ভুল অপশন ৩: মুরশীল কুলি খান
    ব্যাখ্যা: মুরশীল কুলি খান ছিলেন বাংলার নবাব, কিন্তু তার সময়ে চক মসজিদ নির্মাণ করা হয়নি।

    See less
  5. "স্নাতক" শব্দটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হলো অভিষিক্ত বা স্নান সম্পন্নকারী। প্রাচীনকালে, শিক্ষাজীবনের সমাপ্তি উপলক্ষে শিক্ষার্থীরা গুরু বা আচার্যের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করত এবং একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্নান করত। সেই স্নানের মাধ্যমে তারা শিক্ষাজীবন থেকে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ বলRead more

    “স্নাতক” শব্দটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হলো অভিষিক্ত বা স্নান সম্পন্নকারী। প্রাচীনকালে, শিক্ষাজীবনের সমাপ্তি উপলক্ষে শিক্ষার্থীরা গুরু বা আচার্যের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করত এবং একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্নান করত। সেই স্নানের মাধ্যমে তারা শিক্ষাজীবন থেকে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ বলে বিবেচিত হতো।

     

    বর্তমানে “স্নাতক” শব্দটি সাধারণত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ডিগ্রি (যেমন বিএ, বিএসসি, বিবিএ) অর্জনকারী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।

    See less
  6. 'কিছুতেই দমে না এমন' - অদম্য যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়। যা দমন করা সম্ভব নয় - অসম্ভব।

    ‘কিছুতেই দমে না এমন’ – অদম্য

    যা দমন করা কষ্টকর – দুর্দমনীয়।

    যা দমন করা সম্ভব নয় – অসম্ভব।

    See less
  7. 'বুড়ার এক পা কবরে, তাও জোর কমেনা' উক্তিটি লালসালু রচনার।

    ‘বুড়ার এক পা কবরে, তাও জোর কমেনা’ উক্তিটি লালসালু রচনার।

    See less
  8. মুসাফির আরবি ভাষার শব্দ।

    মুসাফির আরবি ভাষার শব্দ।

    See less
  9. বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত। এগুলো হলো: খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।

    বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত। এগুলো হলো: খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।

    See less
  10. বাংলাদেশের সর্বশেষ জেলা হলো ফেনী জেলা ৭ নভেম্বর, ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬৬ সালে। পাকিস্তান প্রতিষ্ঠার সময়, বর্তমান বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ১৭টি। ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা ও বরিশাল জেলার পটুয়াখালী মহকুমাকRead more

    বাংলাদেশের সর্বশেষ জেলা হলো ফেনী জেলা ৭ নভেম্বর, ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়।

    বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬৬ সালে। পাকিস্তান প্রতিষ্ঠার সময়, বর্তমান বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ১৭টি। ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা ও বরিশাল জেলার পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।
    বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, ভোলা জেলা হলো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা
    See less

Latest News & Updates

  1. কুকুরের মুখে দাঁতের সংখ্যা ৪৪ টি।

    কুকুরের মুখে দাঁতের সংখ্যা ৪৪ টি।

    See less
  2. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। সাইবেরিয়ান রেলওয়ে একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে। ১৯১৬ সাল থেকে এটি মস্কোকে ভ্লাদিRead more

    বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

    সাইবেরিয়ান রেলওয়ে একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে।

    এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।

    ১৯১৬ সাল থেকে এটি মস্কোকে ভ্লাদিভস্তকের সাথে যুক্ত করেছে।

    এটি পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ।

    See less
  3. যমুনা নদীর পূর্বনাম জোনাই।

    যমুনা নদীর পূর্বনাম জোনাই

    See less
Explore Our Blog