প্রশ্নঃ ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর কাকে বলে? 

ভূমিকাঃ কোন কোম্পানির মূল চালক হলেন ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর। ইংরেজিতে একে Managing Director বলে। আবার ব্যবস্থাপনা পরিচালকের নিয়ন্ত্রণে থেকে ব্যবস্থাপনা প্রতিনিধিও কোম্পানির অগ্রগতি বিশেষ ভূমিকা রাখেন। তবে যে কোন ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনা প্রতিনিধি হতে পারলেও যে কোন ব্যক্তি ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন না।

ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর (Managing Director) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-এল) ধারা অনুযায়ী-

কোম্পানির পরিচালকদের মধ্যে যার উপর কোম্পানি ব্যবস্থাপনার মূল দায়িত্ব বা ক্ষমতা অর্পণ করা হয় তাকে ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর বলে।

এই ক্ষমতা বিভিন্নভাবে অর্পণ করা যায়, যেমনঃ সংঘ বিধির বিধান দ্বারা, কোন চুক্তি দ্বারা, সাধারণ বা পরিচালকদের সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইত্যাদি।

উপসংহারঃ একটি কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক এবং ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি উভয়ে গুরুত্ব পূর্ণ। যার যার অবস্থানে থেকে তারা কোম্পানির উন্নয়নে কাজ করেন। তবে ম্যানেজিং এজেন্টকে ম্যানেজিং ডিরেক্টরের অধীনে থেকে কাজ করতে হয়।

Rate this post