১.১৭ ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য

Differences Between Event and Transaction

প্রশ্নঃ ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ সকল লেনদেন ঘটনা হলেও উভেয়র মধ্যে যথেষ্ট পার্থক্য বিদম্যান। নিচে ঘটনা ও লেনদেনের পার্থক্য দেয়া হলাে—

সংজ্ঞাগত পার্থক্যঃ 

ঘটনাঃ মানব জীবনে সংঘটিত প্রতিটি কাজকেই ঘটনা।

লেনদেনঃ যেসব ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবআস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে।

সম্পর্কগত পার্থক্যঃ

ঘটনাঃ একটি ঘটনার সাথে অন্য ঘটনার সম্পর্ক।

লেনদেনঃ প্রতিটি লেনদেন স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ।

শ্রেণিবিভাগগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: (১) আর্থিক ও (২) অনার্থিক।

লেনদেনঃ লেনদেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

পরিধিগত পার্থক্যঃ

ঘটনাঃ এর পরিধি অত্যন্ত ব্যাপক।

লেনদেনঃ এর পরিধি তুলনামূলকভাবে সীমিত।

পক্ষগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনা সংঘটনের জন্য কোনাে পক্ষের দরকার হতেও পারে আবার নাও হতে পারে।

লেনদেনঃ লেনদেন সংঘটনের জন্য অবশ্যই দুটি পক্ষের দরকার হয়।

বিনিময়গত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনা দ্বারা সব সময় পণ্য বা সেবার বিনিময় হতেও পারে আবার নাও হতে পারে।

লেনদেনঃ লেনদেন দ্বারা শুধুমাত্র পণ্য বা সেবার বিনিময় হবে।

প্রামাণ্য দলিলগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনার জন্য প্রামাণ্য দলিল থাকা আবশ্যক নয়।

লেনদেনঃ লেনদেনের জন্য প্রামাণ্য দলিল থাকা আবশ্যক।

হিসাব সংরক্ষণগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনার জন্য হিসাব সংরক্ষণের দরকার হতেও পারে আবার নাও হতে পারে।

লেনদেনঃ সব লেনদেনের জন্য হিসাব সংরক্ষণ করতে হয়।

আর্থিক মূল্যগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনার ক্ষেত্রে আর্থিক মূল্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে।

লেনদেনঃ লেনদেনের ক্ষেত্রে আর্থিক মূল্য থাকতে হবে।

আর্থিক পরিবর্তনগত পার্থক্যঃ

ঘটনাঃ ঘটনা দ্বারা আর্থিক পরিবর্তন হওয়া আবশ্যক নয়।

লেনদেনঃ আর্থিক পরিবর্তন ছাড়া লেনদেন হতে পারে না।

Rate this post