প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের পার্থক্য


প্রাকৃতিক দুর্যোগ :

  • প্রাকৃতিক কারণে সংঘটিত যেসকল ঘটনার দ্বারা মানবজীবনের বিভিন্ন ক্রিয়াকলাপের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হতে পারে বা হয়ে থাকে তাকে দুর্যোগ বলে।

  • প্রাকৃতিক দুর্যোগ ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়।

  • প্রাকৃতিক দুর্যোগের প্রভাবকে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়।

  • সমুদ্রের মধ্যে সৃষ্ট প্রবল ঘূর্ণবাত (টাইফুন, হ্যারিকেন ইত্যাদি) যখন মাঝ সমুদ্রেই মিলিয়ে যাওয়ার ফলে জীবনহানির আশঙ্কা থাকে না তখন সেটি দুর্যোগ বলে পরিগণিত হয়।

  • এটি বিশেষ এক পরিস্থিতি তবে চূড়ান্ত ঘটনা নয়।


প্রাকৃতিক বিপর্যয় :

  • প্রাকৃতিক যে-কোনাে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনা যা জীবনহানি ও সম্পদহানি ঘটায় এবং বাইরের সাহায্য ছাড়া যার মােকাবিলা করা সম্ভব নয়, তাকে বিপর্যয় বলে।

  • প্রাকৃতিক বিপর্যয় বৃহৎ স্কেলে সংঘটিত হয়।

  • প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবকে খুব বেশি নিয়ন্ত্রণ করা যায় না।

  • সমুদ্রের মধ্যে সৃষ্ট প্রবল ঘূর্ণবাত যখন উপকূল অঞ্চলের জনবহুল স্থানে আছড়ে পড়ে মানবজীবনে ক্ষতিসাধন করে তখন তা বিপর্যয়রূপে পরিগণিত হয়।

  • এটি হল সর্বোচ্চ ঘটনা।


বিপর্যয়-পূর্ব ব্যবস্থাপনা সম্বন্ধে আলােচনা করাে।

বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্বন্ধে লেখাে।

বিপর্যয়ের প্রশমন বলতে কী বােঝ এবং বিপর্যয় প্রশমনের বিভিন্ন কৌশলগুলি আলােচনা করাে।

Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)

Rate this post