প্রশ্নঃ আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?
অথবা, জাহেলিয়াতের যুগ কাকে বলে?
ভূমিকাঃ হযরত মুহাম্মদ (স)-এর আবির্ভাবের পূর্বে আরবসহ গােটা বিশ্ব ছিল জাহেলিয়াতের অজ্ঞতা, অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিপর্যয় ও বেহায়াপনার তিমির অমানিশায় নিমজ্জিত। ঐতিহাসিকগণ এ চরম বীভৎস যুগকে The age of ignorance বা অজ্ঞতার যুগ বলে অভিহিত করেছেন।
আইয়ামে জাহেলিয়ার পরিচয়ঃ নিম্নে আইয়ামে জাহেলিয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
আভিধানিক অর্থঃ আইয়াম শব্দটি আরবি শব্দ ইয়াওমুন এর বহুবচন। এর শাব্দিক অর্থ অনির্দিষ্ট সময়কাল বা যুগ। আর জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার বা অন্ধকার। তাই আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতা, বর্বরতা, বা কুসংস্কারের যুগ (The age of ignorance)।
পারিভাষিক সংজ্ঞাঃ মহানবী হযরত মুহাম্মদ (স)-এর আগমনের পূর্বে আরব জাতির মধ্যে ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, হানাহানি, বিপর্যস্ত অর্থনীতির ফলে যে অজ্ঞতার সয়লাব নেমে এসেছিল, তাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। প্রকৃত অর্থে জাহেলী যুগ বলতে বুঝায় আরবের সেই সময়কালকে যখন সেখানে কোনাে নবী-রাসূলের আবির্ভাব ঘটেনি বা কোনাে ঐশী কিতাব নাযিল হয়নি। ফলে সমাজ সংস্কারের অভাবে অন্যায়, অবিচার, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নানা অনাচারে ছেয়ে গিয়েছিল।
আইয়ামে জাহেলিয়ার ব্যাপ্তিঃ ঐতিহাসিকগণ আইয়ামে জাহেলিয়ার সময়কালের ব্যাপ্তি সম্পর্কে নিম্নেক্ত মতামত প্রকাশ করেছেন-
১. ইসলামের ইতিহাসের পরিভাষায় হযরত মুহাম্মদ (স)-এর আবির্ভাবের পূর্ববর্তী আরবদের অবস্থা বুঝাতে আইয়ামে জাহেলিয়া কথাটি ব্যবহার হয়।
২. ঐতিহাসিক R. A. Nicholson (নিকলসন) ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকালকে আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করেছেন।
৩. ঐতিহাসিক P. K. Hitti বলেন, The term of jahiliyyah usually rendered time of ignorance or barbarism, in reality, means the period in which Arabia had no dispensation no revealed book. [History of the Arabs. P. 40]
অর্থাৎ, আইয়ামে জাহেলিয়া বলতে সাধারণত সেই অজ্ঞতার যুগকে বুঝায়- যে যুগে আরবে কোনাে নিয়ম কানুন ছিল না, কোনাে নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনাে আসমানী কিতাবও অবতীর্ণ হয়নি।
৪. ঐতিহাসিক মুর বলেন, হযরত ঈসা (আ) ও হযরত মুহাম্মদ (স)-এর মধ্যবর্তী সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়।
৫. ড. ইমামুদ্দিন বলেন, হযরত মুহাম্মদ (স)-এর জন্মের পূর্বে ৫১০ খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতাব্দীকালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়।
৬. আইয়ামে জাহেলিয়ার পরিচয় দিতে গিয়ে ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন- The religion of the Arabs, as well as their political life, was on a thoroughly primitive level.
৭ আল কুরআনের ভাষ্যে, ইসলাম পূর্ব খােদাদ্রোহী সমাজ ব্যবস্থার সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলে অবিহিত করা হয়।
উপসংহারঃ একথা সুস্পষ্ট যে, মহানবী (স)-এর আবির্ভাবে নীতি নৈতিকতাহীন আরব সমাজ ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সুষ্ঠু সমাজ সভ্যতার গােড়াপত্তন করে। আমীর আলী যথার্থই বলেন- Never in the history of the world was the need so great, the time so ripe for the appearance of a deliverer. অর্থাৎ, পৃথিবীর ইতিহাসে একজন পরিত্রাণকারীর আবির্ভাবের এত বেশি প্রয়ােজন এবং এমন উপযুক্ত সময় অন্য কোন সময়ে অনুভূত হয়নি।