স্পিয়্যারম্যান তার তত্ত্বে দুটি মানসিক ক্ষমতার কথা বলেছেন G উপাদান যা সবক্ষেত্রে প্রয়ােজন এবং S উপাদান যা বিশেষ কাজের জন্য প্রয়ােজন। তবে মনােবিজ্ঞানী থাস্টোন সাতটি মৌলিক উপাদানের  অস্তিত্ব খুঁজে পেয়েছেন, তা জোটবদ্ধভাবে থাকে। স্পিয়ারম্যান যে G উপাদানের কথা বলেছেন যা সব ধরনের কাজে কমবেশি প্রয়ােজন। থাস্টোনের মতে, এরকম নাও হতে পারে যে একটি মৌলিক উপাদান  বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকবে। নীচে স্পিয়ারম্যান ও থাস্টোনের তত্ত্বের তুলনা করা হল—

ম্পিয়ারম্যান সাধারণ উপাদানের কথা বলেছেন। থাস্টোন পরবর্তীকালে সাধারণ উপাদানের অস্তিত্ব মেনেছিলেন।

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব

(১) দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন চার্লস স্পিয়ারম্যান।

(২) ম্পিয়ারম্যানের মতে, মানসিক ক্ষমতা দুটি উপাদানের সমন্বয়।

(৩) এই তত্ত্বে G উপাদান – সাধারণ ক্ষমতা এবং S উপাদান – বিশেষ ক্ষমতা হিসেবে সূচিত হয়।

(৪) স্পিয়ারম্যান তত্ত্বটি American Journal of Psychology তে ‘General Intelligence Objectively Determined and Measured’ প্রবন্দ্বে প্রকাশিত হয়।

(৫) স্পিয়ারম্যান সহগতির উল্লেখ করেন।

(৬) এই তত্ত্ব অনুযায়ী ক্ষমতা এমন একটি শক্তি যেখানে দুটি উপাদানের প্রয়ােজন হয়।

(৭) এই তত্ত্বে যে দুটি উপাদানের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একটি হল সাধারণ উপাদান যা যে-কোনাে কাজের ক্ষেত্রেই প্রয়ােজন বা অত্যাবশ্যক।

(৮) স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের উপাদানগুলি সহজাত কিংবা অর্জিত দুই প্রকারের হতে পারে।

(৯) ম্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়ােরি নামে পরিচিত।

(১০) এই তত্ত্বটি রাজতন্ত্রবাদের উপর ভিত্তি করে হয়েছে।

(১১) এই তত্ত্ব শিশুদের মানসিক সংগঠন বুঝতে অধিক কার্যকর।

থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব

(১) দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন মনােবিদ থাস্টোন।

(২) থাস্টোনের মতে, মানসিক ক্ষমতা সাতটি প্রাথমিক বা মৌলিক শক্তির সমন্বয়।

(৩) এই তত্ত্বের উপাদানগুলি হল M-স্মৃতিশক্তি, N-সংখ্যা, P- প্রত্যক্ষণ, R-যুক্তি, S-স্থান প্রত্যক্ষণ, V-ভাষা, N-শব্দ স্বাচ্ছন্দ্য।

(৪) The Nature of Intelligence’ বইতে প্রকাশ পায়।

(৫) থাস্টোন সহগতির উল্লেখ করেননি।

(৬) এই তত্ত্ব অনুযায়ী ক্ষমতা সাতটি মৌলিক বা প্রাথমিক শক্তির সমন্বয়।

(৭) এই তত্ত্বে এমন কোনাে শক্তি নেই যা সবক্ষেত্রেই  ব্যবহৃত হবে। অর্থাৎ কর্ম সম্পাদন ক্ষমতা ৭টি মৌলিক উপাদানে সীমাবদ্ধ।

(৮) থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের সাতটি উপাদানই মৌলিক এবং বংশগত।

(৯) থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি প্রাথমিক মানসিক নামে পরিচিত।

(১০) এই তত্ত্বটি সামন্ততন্ত্রবাদের উপর ভিত্তি করে হয়েছে।

(১১) এই তত্ত্ব বয়স্কদের মানসিক সংগঠন বুঝতে উপযােগী বেশি।

Rate this post