❋ তােমার বােনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখ।

সুলতানপুর, বাগেরহাট।

৭ ডিসেম্বর ২০২১ 

সুপ্রিয় রাজন 
আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি, তুমি ভালাে আছ। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালাে আছি। অনেক দিন তােমাকে লিখতে না পারার কারণে তুমি নিশ্চয়ই মন খারাপ করে আছ। তুমি তাে জানােই কিছুদিন যাবৎ পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তুমি জেনে আনন্দিত হবে যে, আসছে ২০ ডিসেম্বর আমার বড়াে বােনের বিয়ের দিন ধার্য করা হয়েছে। তুমি অবগত আছ যে, আমার বাবা ও আমি ছাড়া সংসারে দায়িত্ব পালন করার মতাে কেউ নেই। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে। শেষ পর্যন্ত সবকিছু আমাদেরকেই সামলাতে হবে। এ নিয়ে আমি খুব চিন্তিত। বাবার শরীরটা ইদানীং বেশি ভালাে যাচ্ছে না। এজন্য। আমি আরাে বেশি উদ্বিগ্ন । বিয়ের অনুষ্ঠানে প্রায় চারশ লােকের সমাগম হবে। এর জন্যও দরকার সুষ্ঠু তদারকির ব্যবস্থা করা। সবমিলিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। তাই তােমার প্রতি জোর অনুরােধ চিঠি পাওয়ামাত্র তুমি আমাদের বাড়িতে চলে এসাে। তুমি এলে দুজনে পরিকল্পনা ও ভাগাভাগি করে কাজগুলাে করব। 

তােমার আম্মা-আব্বাকে আমার শ্রদ্ধা জানিও, ছােটোদের প্রতি আমার স্নেহ রইল।

ইতি           

তােমারই বন্ধু    

সাখাওয়াত হােসেন

তােমার বােনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখ।

[ পেত্র লেখা শেষে খাম একে খামের ওপরে ঠিকানা লিখতে হয় ]

Rate this post