একটি রেলওয়ে স্টেশন

যাত্রী নিয়ে রেলগাড়ি যেখানে এসে থামে এবং যেখান থেকে ছেড়ে যায় তাকে রেল স্টেশন বলে। একটি রেল স্টেশনে এক বা একাধিক প্ল্যাটফর্ম থাকে। প্ল্যাটফর্মের এক পাশে এতে অনেকগুলি কক্ষ থাকে। একটি স্টেশনে সাধারণত স্টেশন মাস্টারের কক্ষ, টিকেট বিক্রয়ের কক্ষ, ট্রেন নিয়ন্ত্রণ কক্ষ, অফিস কক্ষ, যাত্রীদের অপেক্ষা কক্ষ, বিশ্রামাগার ইত্যাদি থাকে। বড় স্টেশন হলে আরাে বেশি কক্ষ থাকে এবং স্টেশন প্রধান হিসেবে একজন স্টেশন। ম্যানেজার থাকে। মালপত্রের জন্য এখানে এক বা একাধিক গুদামঘরও থাকে। এছাড়া চায়ের দোকান, পান সিগারেটের দোকান, বইয়ের দোকান ইত্যাদি থাকে। যাত্রী, কুলি ও অন্যান্য লােকের উপস্থিতির কারণে রেল স্টেশন সরগরম থাকে। পত্রিকার হকার, পান সিগারেটের হকার ও আরাে নানা রকম পণ্যের হকারদের চীৎকার ও আনাগােনায় স্টেশন একটি বিশেষ রূপ ধারণ করে। বিশেষ করে, স্টেশনে যখন কোন ট্রেন এসে থামে তখন যাত্রী, কুলি, হকার ইত্যাদি বিচিত্র প্রকতির লােকজনের ব্যস্ততা ও চীৎকার বহুগুণে বেড়ে যায়। মালপত্র নিয়ে যাত্রীগণ স্টেশন ছেড়ে চলে যেতে থাকে। সকল যাত্রী স্টেশন ছেড়ে চলে যাবার পর সমগ্র স্টেশন কিছু সময়ের জন্য নীরব নিস্তব্ধ হয়ে যায়। তখন মনে হয়, কোলাহলমুখর চলমান পৃথিবীটা হঠাৎ যেন থেমে গেছে। পরবর্তীকালে, অন্য একটি ট্রেনের আগমনী সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে হকার ও কুলিদের ব্যস্ততা শুরু হয় এবং ট্রেনটি এসে পৌছার পর নিঃশব্দ স্টেশনটি আবার প্রাণবন্ত ও কোলাহলমুখর হয়ে ওঠে।

Rate this post