অর্থনৈতিক ক্রিয়াকলাপের সর্বোচ্চ স্তর হল পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বা কুইনারি ক্রিয়াকলাপ।
কুইনারি ক্রিয়াকলাপের উৎপত্তি ঘটে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে।
বিশেষজ্ঞ চিকিৎসা, শাসন প্রণালীর নীতি নির্ধারণ, পেশাদারি উপদেশ প্রদান, চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির ওপর ভিত্তি করে যেসব কর্মকাণ্ড গড়ে ওঠে তাদের পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বলে।
অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির প্রধান বৈশিষ্ট্য হল—এই স্তর সর্বোচ্চ বা সর্বশেষ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ।
পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মপন্থা নির্ধারকের উদাহরণ হল—পরিচলন পর্ষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য প্রভৃতি।
পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত পেশাদার উপদেষ্টার উদাহরণ হল—পরিকল্পনা উপদেষ্টা, মানব সম্পদ উপদেষ্টা, আর্থিক উপদেষ্টা, আইনি উপদেষ্টা, আয়কর উপদেষ্টা, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা প্রভৃতি।
সিদ্ধান্ত গ্রহণকারী পঞ্চম স্তরের কর্মীর উদাহরণ হল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার অধিকর্তা, পরিচালন কর্মকর্তা প্রভৃতি।
পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত বিশেষজ্ঞের উদাহরণ হল—বিশেষজ্ঞ ডাক্তার (স্ত্রীরােগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, হৃদরােগ বিশেষজ্ঞ), বিশেষজ্ঞ ভৌগােলিক (ভূমিরূপবিদ, ভূতত্ত্ববিদ, মৃত্তিকাবিদ) প্রভৃতি।
কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষদের মেধা ও বুদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বলে তাদের বুদ্ধি ভাণ্ডার (Think Tank) বলে।
কুইনারি কার্যাবলিতে মেধা ও বুদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের আয় ও জীবনযাত্রার মান উন্নত ধরনের হওয়ায় তাদের সােনালি কলার কর্মী বলা হয়।
কুইনারি অর্থনৈতিক কাজের মাধ্যমে উন্নত ও আধুনিক পরিসেবা পাওয়া যায়।
যিনি কোনাে একটি বিষয়ে সর্বাধিক দক্ষতা অর্জন করেন তাকে সেই বিষয়ের বিশেষজ্ঞ বলে।
সরকারি এবং বেসরকারি নানা ক্ষেত্রে যাদের সিদ্ধান্তই চুড়ান্ত, তাদের সিদ্ধান্ত গ্রহণকারী বলে।
কোনাে মানুষ যখন একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ এবং সেই বিষয়ে অন্যকে পরামর্শ দেওয়াই তার জীবিকা, তাকে পেশাদার উপদেষ্টা বলে।
কোনাে সংস্থা বা প্রতিষ্ঠানের হয়ে কর্মনীতি নির্ধারণ করার অধিকার ও ক্ষমতা যাদের আছে তাদেরকে কর্মনীতি নির্ধারক বলে।
চতুর্থ ও পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের মধ্যে একটি পার্থক্য হল-চতুর্থ স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের সাদা কলার কর্মী বলা হয়। অন্যদিকে, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের সােনালি কলার কর্মী বলা হয়।
Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)