একজন বন্ধুর কাছে বইমেলায় আসার অভিজ্ঞতা সংলাপের মাধ্যমে তুলে ধর। 

অথবা, বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন কর।

মিজান : বইমেলায় কি তুমি প্রথম এসেছ? 

জামান : না, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করি, বইমেলা শুরু হলে প্রায় প্রতি শুক্রবার এবং ছুটির দিনে বইমেলায় আসি। এ মেলা আমার প্রাণের মেলা। 

মিজান : আমিও তিন-চার বছর ধরে ঢাকায়। তিন-চার বছর ধরে নিয়মিতই বইমেলায় যাই। এছাড়া অন্য কোথাও বইমেলা হলে সেখানেও যাই। 

জামান : আমিও তােমার মতাে বইমেলা খুব পছন্দ করি। বইমেলার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। 

মিজান : কেমন লাগছে এবারের বইমেলা? 

জামান : এবার বইমেলাটা বাংলা একাডেমি ও সােহরাওয়ার্দী উদ্যানের কিছু অংশ জুড়ে হওয়ায় জায়গাটা সুপরিসর হয়েছে। ফলে, ঘুরতে বেশ ভালাে লাগছে। 

মিজান : কী কী বই কিনলে? 

জামান : এখনাে পর্যন্ত বই কিনিনি। শুধু ক্যাটালগ সংগ্রহ করেছি। সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। তুমি কী বই কিনলে? 

মিজান : তুমি তাে জানাে আমার বিজ্ঞানের প্রতি দুর্বলতা আছে। আমি মূলত বিজ্ঞানভিত্তিক কতকগুলাে বই কিনেছি। ছােটো ভাগ্নেটা পছন্দ করে ডাইনােসর, বড়ােটি পছন্দ করে কমিকস । ওদের জন্য পুথিনিলয়-এর কার্টুন সিরিজের বইগুলাে কিনলাম । ডাইনােসরের কয়েকটি বই কিনলাম ছােটোটির জন্য। 

জামান : বাচ্চারা মেলায় আসে, বই দেখে, বাবা মায়ের কাছে বায়না করে, বইয়ের পাতা উল্টায় এগুলাে আমার খুব ভালাে লাগে।

মিজান : আমারও বইপ্রেমী মানুষদের একত্রে দেখে মনটা আনন্দে ভরে ওঠে। আমিও আশাবাদী হয়ে উঠি।

 
জামান : আমিও আশা করি, বই সকল অজ্ঞানতা দূর করতে সমর্থ হবে। আগামী দিনে বই-ই শিক্ষিত জাতি ও সমাজ বিনির্মাণ করবে। 

1/5 - (1 vote)