[What is the precedent?] কোন মােকদ্দমার পূর্ব-মীমাংসার নীতি অনুসরণ করাকে নজীর’ বা ‘স্টেয়ার ডেসাইসিস বলা হয়। অর্থাৎ পূর্ব-মীমাংসার এ নীতিকে পরবর্তীকালে আইনের নজীর হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এরূপ পূর্ববতী মােকদ্দমার মীমাংসার নীতি প্রত্যক্ষভাবে অনুরূপ মােকদ্দমায় পরবর্তীকালে তথা ন্যায়বিচারের স্বার্থে ...