প্রশ্নঃ যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠনের পাঁচটি নিয়ম উদাহরণসহ উল্লেখ কর।

উত্তরঃ একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-

১. শব্দের আদি স্বরের পরিবর্তন করেঃ চুপচাপ, মিটমাট, জারিজুরি ইত্যাদি। 

২. শব্দের অন্তস্বরের পরিবর্তন করেঃ হাতাহাতি, মারামারি, জেদাজেদি প্রভৃতি। 

৩. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনেঃ ভাতটাত, ছটফট, নিশপিশ ইত্যাদি।

৪. সমার্থক বা একার্থক সহচর শব্দযোগেঃ চালচলন, রীতিনীতি, ডরভয় ইত্যাদি।

৫. ভিন্নার্থক শব্দযোগেঃ ডালভাত, পথঘাট, অলিগলি ইত্যাদি।

৬. বিপরীতার্থক শব্দযোগেঃ ছোট-বড়, আসা-যাওয়া, জন্ম-মৃত্যু ইত্যাদি।

Rate this post