তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ

 

১. যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি কেবল সে সকল পরমাণু তেজস্ক্রিয় হতে পারে। 

২. তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা, গামা এ তিন প্রকারের তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে।

৩. তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে একটি মৌল অপর একটি নতুন মৌলে রূপান্তরিত হয়।

৪. তেজস্ক্রিয়তা একটি প্রাকৃতিক স্বতঃস্ফুর্ত ও অবিরাম ঘটনা। তাপ, চাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোন প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তা রোধ করা বা হ্রাস-বৃদ্ধি করা যায় না।

1/5 - (1 vote)