অ্যামোনিয়া একটি উৎকৃষ্ট লিগান্ড। কারণ, অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুর আকার ক্ষুদ্র এবং এটি একটি একদন্তী লিগ্যান্ড। 

এছাড়া আমরা জানি, নাইট্রোজেনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে 5 টি ইলেকট্রন থাকে যার তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে অ্যামোনিয়া অনু গঠন করে এবং অবশিষ্ট একজোড়া ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থাকে। অ্যামোনিয়া এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে লিগ্যান্ড হিসেবে কাজ করে।

এটি খুব সহজেই কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা জটিল আয়ন বা যৌগ গঠন করে। 

এই কারণেই অ্যামোনিয়া একটি উৎকৃষ্ট লিগ্যান্ড।

Rate this post