অ্যাভোগেড্রো সংখ্যা ও রাসায়নিক সমীকরণ কাকে বলে?

অ্যাভোগেড্রো সংখ্যা :  কোন পদার্থের 1 মোলে যতসংখ্যক অনু ; পরমাণু বা আয়ন উপস্থিত থাকে তার সংখ্যা কে অ্যাভোগেড্রো সংখ্যা বলা হয়।

এর মান 6.023 x 10²³

রাসায়নিক সমীকরণ : একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংক্ষিপ্ত আকারে প্রকাশের পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।

যেমন : H₂ + Cl₂ ——> 2HCl
এটি একটি রাসায়নিক সমীকরণ

Rate this post