ক্যাটায়ন: ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে।
যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে।
যেমন : Na ——-> Na+ + e –
এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ক্যাটায়ন গঠন করেছে।
এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ক্যাটায়ন গঠন করেছে।
অ্যানায়ন : ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে।
যেসব : যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে।
যেমন : Cl + e – ——-> Cl-
এখানে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করেছে।