কনজারভেশন ইন্টারন্যাশনাল (CI) -এর তালিকা এবং ‘Hotspots Revisited’ (2004) পুস্তক অনুসারে পৃথিবীর 3টি হটস্পট অঞ্চলের অধিকাংশ বা কিছু অংশ ভারতীয় উপমহাদেশের অন্তর্গত। সেগুলি হলㅡ

(১) হিমালয় অঞ্চল: এই অঞ্চলে বহু প্রজাতির প্রাচুর্য দেখা যায়।

  • বিস্তার: উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি গড়ে উঠেছে।

  • বৈশিষ্ট্য: এই অঞ্চলে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এ ছাড়া 980 প্রজাতির পাখি এবং 300 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব লক্ষণীয়।

(২) পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং শ্রীলঙ্কা: এই অঞ্চলের প্রায় 52% প্রজাতি স্বস্থানিক। তবে প্রবল জনসংখ্যার চাপে এই অঞ্চল বিপন্ন।

  • বিস্তার: পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং শ্রীলঙ্কার কিছু অংশ নিয়ে এর অবস্থান। ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত এবং কেরলের বেশ কিছু অংশ এর অন্তর্গত।

  • বৈশিষ্ট্য: এই অঞ্চলে 5,000 প্রজাতির উদ্ভিদ 140 প্রজাতির স্তন্যপায়ী এবং 450 প্রজাতির পাখি দেখা যায়।

(৩) ইন্দো-বার্মা অঞ্চল: এই অঞ্চল জীববৈচিত্র্যে ভরপুর। তবে, এখনােও বহু নতুন প্রজাতির আবিষ্কারের চেষ্টা চলছে।

  • বিস্তার: উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যথা-মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড-এর বেশ কিছু অংশ এর অন্তর্গত।

  • বৈশিষ্ট্য: এই অঞ্চলে 13,500 প্রজাতির উদ্ভিদ আছে। এ ছাড়া 260 প্রজাতির পাখি ও 430 প্রজাতির স্তন্যপায়ী রয়েছে।

(১) বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি: সুন্দরী, গরান, সূর্যশিশির, কলসপত্রী, নীল অর্কিড, কালমেঘ, সর্পগন্ধা, ডেনড্রবিয়াম ইত্যাদি।

(২) বিলুপ্তপ্রায় প্রাণী প্রজাতি

  • ভীষণভাবে বিলুপ্তপ্রায় প্রাণীকূল: উড়ন্ত কাঠবেড়ালী, পিগমি শূকর, সুমাত্রার গন্ডার, মালাবার উপকূলের বড়াে ছাপযুক্ত সিডেট, ঘরিয়াল ইত্যাদি।

  • বিলুপ্তপ্রায় প্রাণীকূল: এশিয়াটিক সিংহ, এশিয়াটিক কালাে ভল্লুক, লাল পাণ্ডা, স্নো লেপার্ড, বাঘ, বন্য মহিষ, ভারতীয় হাতি, কাশ্মীরি হাঙ্গুল, ভারতের এক শৃঙ্গবিশিষ্ট গন্ডার, নীলগিরির লিফ বানর, মালাবার সিভেট, নীল তিমি, হাঙ্গর, ডলফিন, সবুজ সামুদ্রিক কচ্ছপ, কুমির, বাজপাখি, শকুন, কালাে গলাযুক্ত সারস ইত্যাদি।

Rate this post