‘শিকার’ কবিতায় প্রকৃতি ও জীবনের বর্ণনা

সূচনা: জীবনানন্দ দাশ তাঁর ‘শিকার কবিতায় একটি বাদামি হরিণের হত্যার পটভূমিতে ভােরের এক বিপরীত রূপ তুলে ধরেছেন।

ভোরের আকাশ : ভােরের আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতাে কোমল নীল। চারদিকের পেয়ারা আর নােনার গাছ টিয়ার পালকের মতাে সবুজ। একটি তারা তখনও আকাশে ছিল। হিমের রাতে শরীর গরম করার জন্য দেশােয়ালিরা রাতে মাঠে যে আগুন জ্বেলেছিল, শুকনাে অশ্বখপাতায় তা তখনও জ্বলছিল।

ভােরের সূর্য : ভােরের সূর্যের আলােয় আগুনের শিখাও তার আগের জ্যোতি হারিয়ে ম্লান হয়ে গিয়েছিল। সকালের আলােয় শিশিরভেজা বন ও আকাশ যেন ময়ূরের সবুজ-নীল ডানার মতাে ঝিলমিল করছিল। সূর্যের প্রথম আলােয় উদ্ভাসিত প্রকৃতির ছবি জীবনানন্দ তুলে ধরেছেন তার কবিতায়।

ভােরের বুকে নৃশংসতা : কিন্তু পরে শিকারির বন্দুকের গুলিতে সুন্দর বাদামি হরিণের মৃত্যুর মধ্য দিয়ে যে নৃশংস দৃশ্য তৈরি হয়, তার পটভূমিতে প্রকৃতির এই নির্মল ছবি যেন সেই নৃশংসতাকে আরও নির্মম করে তােলে। এই ঘটনা প্রকৃতির বুকে মানুষের হৃদয়হীনতার স্বরূপকেই প্রকাশ করে। প্রাণবন্ত হরিণের ‘উষ্ম লাল’ মাংসে রূপান্তর, নাগরিক সভ্যতার হাতে প্রকৃতির ধ্বংসের দৃষ্টান্ত হয়ে থাকে।

5/5 - (2 votes)