ভাষার সবচেয়ে ছােটো অর্থপূর্ণ একক হল রূপ (Morph)। আর, নিশ্বাসের এক-একটি ধাক্কা (One breath impulse)-তে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হল দল বা অক্ষর (Syllable)। রূপ-এর অর্থ সর্বদা থাকলেও দল-এর অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে। মােট কথা, রূপ-এর ক্ষেত্রে অর্থের কদর আছে। কিন্তু দল-এর ক্ষেত্রে অর্থের কদর নেই। তবে, যে দল অর্থপূর্ণ, তা অবশ্যই রূপ-এর মর্যাদা পায়। তা দলও বটে, রূপও বটে। যেমন – ‘বিদেশ’ শব্দটির দুটি দল—‘বি’ এবং ‘দেশ’। এই দল দুটি আবার রূপও বটে। কেননা ‘বি’ উপসর্গ এবং ‘দেশ’। এই দল দুটি আবার রূপও বটে। কেননা ‘বি’ উপসর্গ এবং ‘দেশ’ নাম শব্দ বলে তারা উভয়েই অর্থপূর্ণ ধ্বনিগুচ্ছ।


আবার, যে দল-এর কোনাে অর্থ নেই, তা শুধুই দল, রূপ নয়। যেমন ‘বাচ্চা’ শব্দের দুটো দল- ‘বাচ্’ ও ‘চা’। দুটিই দল, কিন্তু কোনােটিই রূপ নয়। রূপ কখনও দল-এর মতাে ক্ষুদ্র হতে পারে, কখনও নাও হতে পারে। কখনাে কখনাে একাধিক দল-এ তৈরি রূপ পাওয়া যায়। যেমন—’হাসপাতাল’ শব্দটি। এটি তিনটি দল (হাস্ + পা + তাল) নিয়ে তৈরি হলেও এটি একটি রূপ। কিন্তু একাধিক রূপ দিয়ে তৈরি দল-এর অস্তিত্ব নেই বাংলা ভাষায়। কারণ, দল-এর চেয়ে ক্ষুদ্র একক নয় রূপ। দল হল উচ্চারণগত অর্থাৎ ধ্বনিগত একক, আর রূপ হল অর্থগত একক।


রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। মুক্ত ও বদ্ধ রূপমূলের পরিচয় উদাহরণসহ দাও। 

রূপতত্ত্বের সংজ্ঞা দিয়ে তার আলােচনার বিষয়টি স্পষ্ট করাে। 

রূপমূল বা রূপিমের প্রধান চারটি শ্রেণিভেদের সংক্ষিপ্ত আলােচনা করাে। 

সহ রূপমূল বা Allomorph সম্বন্ধে যা জান সংক্ষেপে লেখাে। 

সহরূপমূলের রূপভেদ হিসেবে শূন্য রূপমূলের ভূমিকা নির্দিষ্ট করাে। 

বাক্যে ব্যবহৃত শব্দের রূপবৈচিত্র্য সম্পর্কে আলােকপাত করাে। 

প্রত্যয় কাকে বলে? ব্যাবহারিক প্রয়ােগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। 

সমন্বয়ী ও নিম্পাদিত রূপমূল সম্পর্কে লেখাে। 

আধুনিক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্যের গঠনের ধারণাটি সুস্পষ্ট করাে। 

বাক্যের গঠন ও গঠনগত উপাদানের তুলনা করে বাক্যের অন্যতম গঠনগত উপাদান হিসেবে অব্যবহিত উপাদান-এর স্বরূপ ব্যাখ্যা করাে। 

উত্তর আধুনিক ভাষাবিজ্ঞানের ধারায় বাক্যবিশ্লেষণের ক্ষেত্রে পদগুচ্ছ সংগঠন ও তার সূত্রগুলি ব্যাখ্যা করাে। 

বাক্যগঠন তত্ত্ব অনুসারে অধিগঠন ও অধােগঠন প্রক্রিয়া কাকে বলে লেখাে এবং তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করাে। 

Rate this post