শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা যান্ত্রিক বিষয়বস্তুর প্রয়ােগকে হার্ডওয়্যার প্রযুক্তি বিজ্ঞান বলে। শিখন-শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করে তােলাকে সফটওয়্যার প্রযুক্তি বিজ্ঞান বলে।

হার্ডওয়্যার—

(১) কম্পিউটার সিস্টেম যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয়, তাদের বলে হার্ডওয়্যার।

(২) এটি শিক্ষণ সহায়ক উপকরণের সঙ্গে যুক্ত। যেমন— রেডিয়াে, স্লাইড, কম্পিউটার ইত্যাদি।

(৩) নির্দেশনার কাজে ইলেকট্রিক এবং যান্ত্রিক যন্ত্র ব্যবহার করা হয়।

(৪) মাদারবোর্ড, হার্ডডিস্ক, কী-বোর্ড, মাউস ইত্যাদি হল হার্ডওয়্যার।

(৫) চিপ, মাইক্রোচিপ ইত্যাদির প্রয়ােগের মাধ্যমে হার্ডওয়্যার এর উন্নতি ঘটানাে যায়।

(৬) হার্ডওয়্যার যন্ত্রাংশগুলি স্পর্শের মাধ্যমে অনুভব করা যায়।

সফটওয়্যার—

(১) কম্পিউটার হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রাম কম্পিউটারে চলে তাই হল সফটওয়্যার।

(২) এটি প্রোগ্রাম শিখন, টাস্ক বিশ্লেষণ, পুনঃশিখন মূল্যায়ন ইত্যাদি কার্যের সঙ্গে যুক্ত।

(৩) সফটওয়্যার প্রযুক্তির ক্ষেত্রে আচরণমূলক নীতি ব্যবহৃত হয়।

(৪) এমএস-অফিস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল ইত্যাদি হল সফটওয়্যার।

(৫) সফটওয়্যার প্রোগ্রামিং-এর আধুনিকীকরণের মাধ্যমে উন্নতি ঘটানাে যায়।

(৬) সফটওয়্যারকে স্পর্শ করা যায় না।

Rate this post