সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র লিখুন। 

তারিখ : ১২.৬.২০২৩

সম্পাদক 
দৈনিক যুগান্তর 
ঢাকা।

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব, 
আপনার বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব।

 
বিনীতー

মাে. আবুল হােসেন 
কলেজ রােড, দিনাজপুর।

সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই 

‘একটা দুর্ঘটনা-সারা জীবনের কান্না’ –এ স্লোগানটি নির্মম বাস্তবতানির্ভর। আজকাল আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন টিভির পর্দায় আর পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর। এতে কত মূল্যবান প্রাণ অকালে ঝরে পড়ছে, কত পরিবার পথে বসছে, সেই অশ্রুসজল করুণ মুখের হিসাব কেউ রাখে না। পিতার কাঁধে পুত্রের লাশ অথবা অপ্রাপ্ত বয়স্ক পুত্রের সামনে পিতার রক্তাক্ত নিথর দেহ এই অনাকাক্ষিত মৃত্যু মেনে নেওয়া যায় না। 

সাধারণত আমাদের দেশে সড়ক দুর্ঘটনাগুলাে কয়েকটি কারণে হয়ে থাকে : 

ক. ত্রুটিযুক্ত গাড়ি; 
খ. অনভিজ্ঞ বা নেশাখাের ড্রাইভার; 
গ. ধারণ ক্ষমতার অধিক মাল বা যাত্রী বহন; 
ঘ. ওভারটেকিং বা চালকদের দায়িত্বহীনতা; 
ঙ. ট্রাফিক আইন না মানার মানসিকতা ইত্যাদি। 

এই সমস্যা সমাধানে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আরাে কতিপয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। যেমন : রাস্তা সংস্কার, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, পরিবহণ সংশ্লিষ্ট সবাইকে যানবাহনবিধি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং মিডিয়াগুলােতে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা। 

আশা করি, উপযুক্ত কারণগুলাে চিহ্নিত করে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সুপারিশমালা বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রােধ করা সম্ব হবে।

নিবেদক ー
এলাকাবাসীর পক্ষে, 
মাে. আবুল হােসেন 
কলেজ রােড, দিনাজপুর।

এ ধরনের পত্র লেখার শেষে খাম এঁকে খামের উপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়।

5/5 - (1 vote)