❋ তোমার এলাকায় পানীয় জলের ভয়াবহ সংকট- এই সংবাদটি সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটি পত্র রচনা কর।

১২.০১.২০২১ 
বরাবর সম্পাদক 
দৈনিক ইত্তেফাক
৪০, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। 

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। 

জনাব 

আমরা বংশাল এলাকার প্রায় এক লক্ষ মানুষ পানীয় জলের তীব্র সংকটে কষ্ট ভােগ করছি । উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আপনার পত্রিকার শরণাপন্ন হয়েছি। আপনার বহুল প্রচারিত ও প্রশংসিত ‘দৈনিক ইত্তেফাক’-এ সংযুক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। 

বিনীত : 
মতিলাল পােদ্দার
বংশাল, ঢাকা ।

বংশাল এলাকায় পানীয় জলের সংকট নিরসন হােক 

রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা বংশাল । এখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম চলে। এছাড়া এ এলাকায় প্রায় এক লক্ষ মানুষের বসবাস। গত এক মাস যাবৎ এ এলাকায় পানি সরবরাহ হচ্ছে না বললেই চলে। জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দৈনন্দিন বিভিন্ন কাজে প্রয়ােজনীয় জল সরবরাহের অভাবে পাওয়া যাচ্ছে না। এলাকায় এখন স্থবিরতা বিরাজ করছে। গত এক মাসে প্রায় শতাধিক লােক পেটের পীড়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় দু-একটি মসজিদে পানি সরবরাহ আছে। উক্ত মসজিদগুলােয় প্রতিদিন পানীয় জলের জন্য হাঁড়ি-পাতিল-কলসি নিয়ে মানুষের ভিড় জমে। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর পানি পাওয়া যায়, তবে তা দরকারের তুলনায় খুবই নগণ্য। পানীয় জলের সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করলেও এ সমস্যা আগেও ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিলে আজ আমাদেরকে এ দুর্দিন দেখতে হতাে না। এভাবে আরও কয়েকদিন চলতে থাকলে আমাদের পক্ষে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পড়বে। সুতরাং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল প্রার্থনা, উক্ত সমস্যা সমাধানে অবিলম্বে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করে এতদঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হােক।

 

নিবেদক
মতিলাল পেপাদ্দার
বংশাল, ঢাকা ।

Rate this post