টেলিভিশন

টেলিভিশন আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান। টেলি’ অর্থ ‘দূর’ আর ‘ভিশন’ অর্থ ‘দশন’। কাজেই । টেলিভিশন মানে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা হাজার হাজার মাইল দূরের দৃশ্য, বত্ত ও মানুষকে জীবন্ত বঙ্গে দেখতে পাই। এর দ্বারা আমরা ঘরে বসে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের চেহারা দেখতে পাই ও বক্তৃতা শুনতে পাই। নেতারা। টেলিভিশনের মাধ্যমে জাতির প্রতি বক্তব্য প্রদান করে থাকেন। টেলিভিশন শিক্ষাবিস্তারের একটি উপায়। এটি শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে মানুষকে সচেতন করে তােলে। বিনােদনমূলক অনুষ্ঠান প্রচার টেলিভিশনের অন্যতম বৈশিষ্ট্য। এর মাধ্যমে আমরা নাচ, গান, নাটক, খেলাধুলা ও বিতর্ক ইত্যাদি উপভােগ করে থাকি। টেলিভিশন দেশ-বিদেশের কত মনােরম দৃশ্য, কত বিচিত্র জীবন ধারা আমাদের সামনে জীবন্ত করে তােলে। টেলিভিশনের মাধ্যমে বিখ্যাত সিনেমা, সাড়া জাগানাে সমাবেশ অনুষ্ঠান কিংবা বিশ্বকাপের বিভিন্ন খেলা দেখার দুর্লভ সুযােগ পাওয়া যায়। শিক্ষাদানের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিভিশন থেকে আমরা পৃথিবী সমপর্কে অনেক কিছু জানতে পারি। এর দ্বারা দেশ-বিদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে থাকি। শিক্ষিত কিংবা অশিক্ষিত সকলের জন্য টেলিভিশন নানাভাবে উপকার করে থাকে। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে টেলিভিশন কৃষক সমাজের জন্য এক মূল্যবান ভূমিকা পালন করে। বর্তমানে বহু উন্নত দেশে স্কুল-কলেজে শিক্ষাদানের সহায়ক উপকরণ হিসেবে টেলিভিশন ব্যবহৃত হয়। বহুমুখী উপকারিতার কারণে বর্তমান বিশ্বে টেলিভিশন একটি অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম।

Rate this post