Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

What's your question?
  1. NNN এর পূর্ণরুপ হচ্ছে No Nut November. No Nut November (নো নাট নভেম্বর)  হচ্ছে ইংরেজি নভেম্বর মাসে যৌনতা থেকে বিরত থাকা সম্পর্কিত একটি বার্ষিক ইন্টারনেট চ্যালেঞ্জ, যার অংশগ্রহনকারীরা নভেম্বর মাসে হস্তমৈথুন করা বা রাগমোচন করা থেকে বিরত থাকেন। যদিও নো নাট নভেম্বর মূলত ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করা হয়েছিলRead more

    NNN এর পূর্ণরুপ হচ্ছে No Nut November.

    No Nut November (নো নাট নভেম্বর)  হচ্ছে ইংরেজি নভেম্বর মাসে যৌনতা থেকে বিরত থাকা সম্পর্কিত একটি বার্ষিক ইন্টারনেট চ্যালেঞ্জ, যার অংশগ্রহনকারীরা নভেম্বর মাসে হস্তমৈথুন করা বা রাগমোচন করা থেকে বিরত থাকেন। যদিও নো নাট নভেম্বর মূলত ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করা হয়েছিল, কিছু অংশগ্রহনকারীরা দাবি করেছেন যে, বীর্যপাত এবং পর্নোগ্রাফি থেকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য উপকারী।

     বাক্যাংশটি ২০১১ সালে আর্বান ডিকশনারি-এর একটি ভুক্তিতে প্রকাশিত হয়েছিল এবং ২০১৭ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করে। এটি রেডিটের নোফ্যাপ সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত, যারা হস্তমৈথুন না করার জন্য এর সদস্যদের উৎসাহিত করে। রেডিটের এই সম্প্রদায় বা নো নাট নভেম্বরের গ্রাহকরা ২০১৮ সাল থেকে ১৬,৫০০ থেকে বেড়ে নভেম্বর ২০১৯ পর্যন্ত ৫২,০০০ তে দাঁড়ায়।

    বিভিন্ন ব্যক্তিত্ব এই ইন্টারনেট আন্দোলনটি প্রচারনায় সহায়তা করেছেন, যেমন পল জোসেফ ওয়াটসন; তবে রোলিং স্টোন ম্যাগাজিনের ইজে ডিকসন প্রস্তাব করেছেন যে, আন্দোলনটি অতি ডানপন্থীদের দ্বারা পরিচালিত হয়েছে।ভাইস মিডিয়া ২০১৮ সালে এই চ্যালেঞ্জের সমালোচনা করে, যখন এর অনুসারীরা এক্সহামস্টারের টুইটার অ্যাকাউন্টে হুমকি পাঠিয়েছিল।

    See less
  2. বর্তমানে বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে । এছাড়াও বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে। আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

    বর্তমানে বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে । এছাড়াও বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে। আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

    See less
  3. ট্রেনের ইঞ্জিন সবসময় চালু রাখা হয় কারণঃ  একটি ট্রেনের ইঞ্জিন বিভিন্ন প্রক্রিয়ার পর চালু করতে কম পক্ষে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে, আর এই সময়ে যদি হঠাৎ হলুদ বা সবুজ সিগনাল ছেড়ে যাবার জন্য দেওয়ার হয় তাহলে তাৎক্ষণিক সময়ের মধ্যে সেই সিগনাল ছেড়ে যেতে সময় লেগে যায় ইঞ্জিন বন্ধ থাকলে। তাতে দুর্ঘটRead more

    ট্রেনের ইঞ্জিন সবসময় চালু রাখা হয় কারণঃ

    •  একটি ট্রেনের ইঞ্জিন বিভিন্ন প্রক্রিয়ার পর চালু করতে কম পক্ষে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে, আর এই সময়ে যদি হঠাৎ হলুদ বা সবুজ সিগনাল ছেড়ে যাবার জন্য দেওয়ার হয় তাহলে তাৎক্ষণিক সময়ের মধ্যে সেই সিগনাল ছেড়ে যেতে সময় লেগে যায় ইঞ্জিন বন্ধ থাকলে। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ইঞ্জিন গুলি লাইনে থাকলে স্টার্ট বন্ধ করা হয় না।

     

    •  ট্রেনের ইঞ্জিনগুলিতে এয়ার কম্প্রেসার ব্রেক থাকে। এইগুলি সঠিক কাজ করার জন্য বাতাস প্রেসার প্রয়োজন। আর ইঞ্জিন স্টার্ট না থাকলে এয়ার কম্প্রেসার কাজ করেনা। ব্রেকের সঠিক কাজ করার জন্য এয়ার কম্প্রেসার প্রয়োজন। তাই কোনো জায়গায় যাওয়ার মাঝে ইঞ্জিনের স্টার্ট বন্ধ করা হয় না।

     

    •  ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে স্টার্ট করার জন্য সঠিক সময় পূর্ণ ব্যাটারী চার্জ থাকা প্রয়োজন হয়। যেহেতু ট্রেনের লাইট ও আনুষাঙ্গিক উপকরণের জন্য ব্যাটারির সাহায্যে হয়ে থাকে। তাই এইগুলি ব্যবহারের ফলে ব্যাটারির সঠিক চার্জ কম হবার কারণেই ডিজেল ইঞ্জিনগুলি অল্প সময়ের জন্য স্টার্ট বন্ধ করা হয় না।

     

    •  ডিজেল ইঞ্জিন স্টার্ট করার সময় তাপমাত্রা কে সর্বত্তম স্তরে করার জন্য অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। তাই বারবার বন্ধ ও চালু করার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হবার জন্য ইঞ্জিন চালু অবস্থায় রাখা হয়।
    See less
  4. This answer was edited.

    উত্তরঃ  প্রশান্ত মহাসাগর। আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫, ৫৫, ৫৭, ০০০ বর্গকিলোমিটার। পৃথিবীর বৃহত্তম মহাসাগরপ্রশান্ত মহাসাগর । যা দক্ষিণ মহাসাগর থেকে উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অস্ট্রেলিয়া, এশিয়া, দুই আমেরিকা ও ওশিয়ানিয়ার মধ্যবর্তী অংশে এই মহাসাগর প্রRead more

    উত্তরঃ  প্রশান্ত মহাসাগর।

    আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫, ৫৫, ৫৭, ০০০ বর্গকিলোমিটার।

    পৃথিবীর বৃহত্তম মহাসাগরপ্রশান্ত মহাসাগর । যা দক্ষিণ মহাসাগর থেকে উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অস্ট্রেলিয়া, এশিয়া, দুই আমেরিকা ও ওশিয়ানিয়ার মধ্যবর্তী অংশে এই মহাসাগর প্রসারিত।

    See less
  5. উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা) বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা) । আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।

    উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)

    বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা) ।

    আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।

    See less
  6. This answer was edited.

    উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)। আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)। বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা) ।

    উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।

    আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।

    বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা) ।

    See less
  7. উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। পৃথিবীর দিনরাত সমান হয় ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

    উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

    পৃথিবীর দিনরাত সমান হয় ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

    See less
  8. উত্তর: ইন্দোনেশিয়া। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার অধীনে ছিল ।

    উত্তর: ইন্দোনেশিয়া।

    স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার অধীনে ছিল ।

    See less
  9. উত্তরঃ ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া।

    উত্তরঃ ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া।

    পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া।

    See less
  10. উত্তর: এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।

    উত্তর: এশিয়া।

    পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।

    See less

Latest News & Updates

  1. উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোটগল্পকার স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী রচিত গল্পগ্রন্থের নাম নবকাহিনী ।

    উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোটগল্পকার স্বর্ণকুমারী দেবী।

    স্বর্ণকুমারী দেবী রচিত গল্পগ্রন্থের নাম নবকাহিনী ।

    See less
  2. উত্তর: কোন সুনির্দিষ্ট শ্রেণিতে ছোটগল্পকে ভাগ করা যায় না। তবু ছোটোগল্পকে মোটামুটি কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: (ক) রোমান্টিক বা প্রেমের গল্প (খ) সামাজিক গল্প (গ) দার্শনিক গল্প (ঘ) প্রকৃতি ও মানুষ সম্পর্কিত গল্প (ঙ) রূপক বা সাংকেতিক গল্প (চ) অতিপ্রাকৃত গল্প (ছ) ব্যঙ্গ গল্প (জ) হাসির গল্প (ঝ)Read more

    উত্তর: কোন সুনির্দিষ্ট শ্রেণিতে ছোটগল্পকে ভাগ করা যায় না। তবু ছোটোগল্পকে মোটামুটি কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায়।

    যথা: (ক) রোমান্টিক বা প্রেমের গল্প (খ) সামাজিক গল্প (গ) দার্শনিক গল্প (ঘ) প্রকৃতি ও মানুষ সম্পর্কিত গল্প (ঙ) রূপক বা সাংকেতিক গল্প (চ) অতিপ্রাকৃত গল্প (ছ) ব্যঙ্গ গল্প (জ) হাসির গল্প (ঝ) ঐতিহাসিক গল্প (ঞ) মনস্তাত্ত্বিক গল্প (ট) ডিটেকটিভ গল্প (ঠ) বৈজ্ঞানিক গল্প ইত্যাদি।

    ছোটগল্প কাকে বলে?

    উত্তর: ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, “একটি ক্ষুদ্র আখ্যান খণ্ডে সমগ্র জীবন তাৎপর্য প্রতিবিম্বিত করাই ছোটোগল্পের উদ্দেশ্য ও শিল্পরূপের প্রেরণা।”

    See less
  3. উত্তর: ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, "একটি ক্ষুদ্র আখ্যান খণ্ডে সমগ্র জীবন তাৎপর্য প্রতিবিম্বিত করাই ছোটোগল্পের উদ্দেশ্য ও শিল্পরূপের প্রেরণা।"

    উত্তর: ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, “একটি ক্ষুদ্র আখ্যান খণ্ডে সমগ্র জীবন তাৎপর্য প্রতিবিম্বিত করাই ছোটোগল্পের উদ্দেশ্য ও শিল্পরূপের প্রেরণা।”

    See less
Explore Our Blog