Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

বিশ্ববিদ্যালয়

Share
Followers
12 Answers
10 Questions
  1. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালের ৬ জুলাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়েRead more

    রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালের ৬ জুলাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা – রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷

    See less
  2. উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।  'সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশRead more

    উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

    ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। ‘স্মরণ’ ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ‘সংশপ্তক’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

    See less
  3. উত্তরঃ নাথান কমিশন। ব্যাখ্যাঃ ১৯১২ সালের ২৭ মে তেরো সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।।

    উত্তরঃ নাথান কমিশন

    ব্যাখ্যাঃ ১৯১২ সালের ২৭ মে তেরো সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।

    See less
  4. উত্তরঃ ৫৩ তম । ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৩তম সমাবর্তন আয়োজন করে।

    উত্তরঃ ৫৩ তম ।

    ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৩তম সমাবর্তন আয়োজন করে।

    See less
  5. উত্তরঃ মরক্কো । মরক্কোর ফেস নামক স্থানে ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় বলা হয়। এছাড়াও ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আল-কারাওইন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ছিল মুসলিম বিশ্বে নেতৃত্বদানকারী অন্যRead more

    উত্তরঃ মরক্কো ।

    মরক্কোর ফেস নামক স্থানে ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় বলা হয়। এছাড়াও ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আল-কারাওইন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।

    এই বিশ্ববিদ্যালয়টি ছিল মুসলিম বিশ্বে নেতৃত্বদানকারী অন্যতম একটি আধ্যাত্মিক ও শিক্ষাবিষয়ক কেন্দ্র। এটি মূলত ইসলাম শিক্ষাবিষয়ক ধর্মভিত্তিক বিশ্ববিদ্যালয়।

    মধ্যপ্রাচ্যে আল-কারাউইন বিশ্ববিদ্যালয়টি ইসলামিক বিশ্ব এবং ইউরোপের মধ্যে সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মানচিত্রকার মোহাম্মদ আল ইদ্রিসী, যাঁর মানচিত্র রেনেসাঁর সময় ইউরোপিয়ানদের গবেষণা করতে সাহায্য করেছিল; তিনি এখানে পড়ালেখা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পণ্ডিত ও বুদ্ধিজীবী পড়ালেখা করেছিলেন, যাঁরা মুসলিম ও ইহুদি বিশ্বকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন। মহাপণ্ডিতদের মধ্যে অন্যতম হলো ইবনে রাশেদ আল-সাবতি, মোহাম্মদ ইবনে আলহাজ আল আবদারি আল-ফাসি, আবু ইমরান আল-ফাসি, বিশিষ্ট তাত্তি্বক মালিকী, বিখ্যাত পর্যটক ও লেখক রাবি্ব মুসিবিন মায়মন।

    অন্যদিকে পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করা হয় ভারতের বিহারে ৫০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ‘নালান্দা বিশ্ববিদ্যায়’-এর নাম। ইতিহাসের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নালান্দা অন্যতম। ৫০০ থেকে ১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৮০০ বছর এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলেছিল। আবার ৯৭২ খ্রিস্টাব্দে মিসরের কায়রোতে স্থাপিত ‘আল-আজহার বিশ্ববিদ্যালয়’কেও বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

    এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি তা সুনির্দিষ্ট করে বলা সত্যিই কঠিন। 

     

    See less
  6. উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর বা Kangaroo Rat। উল্লেখ্য ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু ইঁদুরের কোনও সম্পর্ক নেই। আমেরিকান ওয়েস্টের শুকনো ক্লাইমে বেঁচে থাকার জন্য, এর কিডনিগুলি অতি-ঘনীভূত প্রস্রাব তৈরি করে।

    উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর বা Kangaroo Rat।

    উল্লেখ্য ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু ইঁদুরের কোনও সম্পর্ক নেই। আমেরিকান ওয়েস্টের শুকনো ক্লাইমে বেঁচে থাকার জন্য, এর কিডনিগুলি অতি-ঘনীভূত প্রস্রাব তৈরি করে।

    See less
  7. শ্যামচাঁদ  হলো চমড়ার তৈরি চাবুক।

    শ্যামচাঁদ  হলো চমড়ার তৈরি চাবুক।

    See less
  8. পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণীর নাম স্লথ। এর চরিত্র নামেই নিহিত। বিশ্বের সবচেয়ে ধীরগতির প্রাণীর তকমা এদের গায়ে। এরা চলে অলস আর আয়েশী ভঙ্গিতে।

    পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণীর নাম স্লথ। এর চরিত্র নামেই নিহিত। বিশ্বের সবচেয়ে ধীরগতির প্রাণীর তকমা এদের গায়ে। এরা চলে অলস আর আয়েশী ভঙ্গিতে।

    See less
  9. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। 

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। 

    See less
  10. নবাব সিরাজউদ্দৌলার বড় খালা হলো ঘসেটি বেগম আর ছোট খালা হলো শাহ্ বেগম উল্লেখ্য, তার মায়ের নাম আমিনা বেগম ঘসেটি বেগম: পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ও নবাব সিরাজউদ্দৌলার খালার শেষ দিনগুলো কেটেছিল ঢাকার যে প্রাসাদে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আজ থেকে ২৬৪ বছর আগে যে পলাশীর যুদ্ধে হেরে গিয়Read more

    নবাব সিরাজউদ্দৌলার বড় খালা হলো ঘসেটি বেগম আর ছোট খালা হলো শাহ্ বেগম উল্লেখ্য, তার মায়ের নাম আমিনা বেগম

    ঘসেটি বেগম: পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ও নবাব সিরাজউদ্দৌলার খালার শেষ দিনগুলো কেটেছিল ঢাকার যে প্রাসাদে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আজ থেকে ২৬৪ বছর আগে যে পলাশীর যুদ্ধে হেরে গিয়েছিলেন, তাতেই যে ভারতে ইংরেজদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়, তা ইতিহাসের সাধারণ পাঠেই জানা যায়।

    See less