Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Ask A Question

Please type your username.

Please type your E-Mail.

Please choose an appropriate title for the question so it can be answered easily.

Please choose the appropriate section so the question can be searched easily.

Please choose suitable Keywords Ex: question, poll.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

আইন

Share
Followers
31 Answers
31 Questions
  1. মধ্য ইংরেজি ডিক্রে, ডিক্রি, পুরাতন ফরাসি ডিক্রে (ফরাসি ডিক্রেট), ল্যাটিন ডিক্রেটাম থেকে ।   কে. ডি. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সনের আইনের ২(২) ধারার ডিক্রির সংঙ্গা প্রদান করেছে - এখানে বলা হয়েছে ডিক্রি বলতে আদালতের অনুষ্ঠানিক বিবৃতি, যে ক্ষেত্রে কোন মামলার তর্কিত সমগ্র বিষয় বা পক্ষ গণের চুরান্তRead more

    মধ্য ইংরেজি ডিক্রে, ডিক্রি, পুরাতন ফরাসি ডিক্রে (ফরাসি ডিক্রেট), ল্যাটিন ডিক্রেটাম থেকে ।

     

    কে. ডি. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সনের আইনের ২(২) ধারার ডিক্রির সংঙ্গা প্রদান করেছে – এখানে বলা হয়েছে ডিক্রি বলতে আদালতের অনুষ্ঠানিক বিবৃতি, যে ক্ষেত্রে কোন মামলার তর্কিত সমগ্র বিষয় বা পক্ষ গণের চুরান্ত অধিকার নির্ধারণ করে তাকে ডিক্রি বলে।

     

    See less
  2. কোন ব্যক্তি যদি অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অপরাধ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; জামিন যোগ্য।

    কোন ব্যক্তি যদি অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অপরাধ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; জামিন যোগ্য।

    See less
  3. সামাজিক আইন হল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের লক্ষ্যে প্রণীত উল্লেখযোগ্য পদক্ষেপ। এর সাহায্যে সমাজস্থ বিভিন্ন অনাচার, দুর্নীতি ও কুসংস্কার দূর করা হয়। ব্যাপক অর্থে, কুসংস্কার ও কুপ্রথা এবং সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌম প্রতিষ্ঠান প্রণীত বিধিবিধান হল সামাজিক আইন।

    সামাজিক আইন হল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের লক্ষ্যে প্রণীত উল্লেখযোগ্য পদক্ষেপ। এর সাহায্যে সমাজস্থ বিভিন্ন অনাচার, দুর্নীতি ও কুসংস্কার দূর করা হয়। ব্যাপক অর্থে, কুসংস্কার ও কুপ্রথা এবং সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌম প্রতিষ্ঠান প্রণীত বিধিবিধান হল সামাজিক আইন।

    See less
  4. যৌতুক নিরোধ আইন ২০১৮–এর ৩ ও ৪ ধারায় বলা আছে, যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ করার দণ্ড হচ্ছে অনধিক ৫ বছর এবং অন্যূন ১ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আইনে আরও বলা আছে, যে ব্যক্তি যৌতুক দেওয়া বা গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের সাহায্য বা সহায়তা করবেন, তিনিও একই দণ্ডে দণ্ডিত হবRead more

    যৌতুক নিরোধ আইন ২০১৮–এর ৩ ও ৪ ধারায় বলা আছে, যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ করার দণ্ড হচ্ছে অনধিক ৫ বছর এবং অন্যূন ১ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আইনে আরও বলা আছে, যে ব্যক্তি যৌতুক দেওয়া বা গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের সাহায্য বা সহায়তা করবেন, তিনিও একই দণ্ডে দণ্ডিত হবেন।

    See less
  5. সমাজে বিদ্যমান এই কুপ্রথা নির্মূলে যৌতুক প্রদান বা গ্রহণের মতো যৌতুকের মিথ্যা অভিযোগেও শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপসযোগ্য।

    সমাজে বিদ্যমান এই কুপ্রথা নির্মূলে যৌতুক প্রদান বা গ্রহণের মতো যৌতুকের মিথ্যা অভিযোগেও শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপসযোগ্য।
    See less
  6. সাধারণ আঘাতে, সৃষ্ট আঘাতগুলি হল শারীরিক ব্যথা, রোগ, দুর্বলতা, ইত্যাদি। গুরুতর আঘাতে, আঘাতগুলি শরীরের প্রয়োজনীয় অঙ্গ যেমন চোখ, কান, জয়েন্ট, স্থায়ী মুখ বা মাথা বিকৃত হওয়া, ফ্র্যাকচার ইত্যাদিতে সৃষ্ট হয়। সাধারণ আঘাত। অজ্ঞানযোগ্য এবং জামিনযোগ্য। গুরুতর আঘাত উপলব্ধিযোগ্য, জামিনযোগ্য।

    সাধারণ আঘাতে, সৃষ্ট আঘাতগুলি হল শারীরিক ব্যথা, রোগ, দুর্বলতা, ইত্যাদি। গুরুতর আঘাতে, আঘাতগুলি শরীরের প্রয়োজনীয় অঙ্গ যেমন চোখ, কান, জয়েন্ট, স্থায়ী মুখ বা মাথা বিকৃত হওয়া, ফ্র্যাকচার ইত্যাদিতে সৃষ্ট হয়। সাধারণ আঘাত। অজ্ঞানযোগ্য এবং জামিনযোগ্য। গুরুতর আঘাত উপলব্ধিযোগ্য, জামিনযোগ্য।

    See less
  7. ৪৬৭ ধারানুয়ায়ী, যদি কোনো ব্যক্তি মূল্যবান জামানত, উইল প্রভৃতি জাল করেন, তাহলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডসহ অর্থদন্ডে দন্ডিত হেেবন। ১৯ ডিএলআর ৮৬২-এর মতে, ৪৬৭ ধারার অধীন দণ্ডনীয় অপরাধ এ রকম জালিয়াতিতে সহায়তার কারণেও হতে পারে।

    ৪৬৭ ধারানুয়ায়ী, যদি কোনো ব্যক্তি মূল্যবান জামানত, উইল প্রভৃতি জাল করেন, তাহলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডসহ অর্থদন্ডে দন্ডিত হেেবন। ১৯ ডিএলআর ৮৬২-এর মতে, ৪৬৭ ধারার অধীন দণ্ডনীয় অপরাধ এ রকম জালিয়াতিতে সহায়তার কারণেও হতে পারে।

    See less
  8. রায় এবং ডিক্রি পাবার পর বিবাদী যদি নিজ থেকে আদালতের আদেশ না মানে তবে আদালতের নিকট বাদীর বিষয়টি উল্লেখ করে এবং ডিক্রির কপি ও প্রয়োজনীয় দলিল আদালতে সোপর্দ করে আদালতের নিকট রায় মানানোর জন্য ব্যবস্থা গ্রহনের জন্য একটি আবেদন করতে হয় আর এই আবেদনটি একটি মোকদ্দমার মাধ্যমে হয় যাকে আমরা জারি মামলা / মোকদ্দমাRead more

    রায় এবং ডিক্রি পাবার পর বিবাদী যদি নিজ থেকে আদালতের আদেশ না মানে তবে আদালতের নিকট বাদীর বিষয়টি উল্লেখ করে এবং ডিক্রির কপি ও প্রয়োজনীয় দলিল আদালতে সোপর্দ করে আদালতের নিকট রায় মানানোর জন্য ব্যবস্থা গ্রহনের জন্য একটি আবেদন করতে হয় আর এই আবেদনটি একটি মোকদ্দমার মাধ্যমে হয় যাকে আমরা জারি মামলা / মোকদ্দমা বলে থাকি বা ডিক্রি জারির মামলা বা ডিক্রি সম্পাদনের মামলা বলে থাকি।
    এখনো যদি এলোমেলো মনে হয় একটি উদাহরণ দিয়ে বুঝে নেই যে কখন জারি মামলা করতে হবে:
    ধরুন আপনি একটি জমি জনাব করিমের কাছ থেকে কিনলেন কিন্তু কেনার পরও সে দখল বুঝিয়ে দিল না, তখন আপনি আদালতে শরণাপন্ন হলেন। আদালত তখন আপনাকে দখল বুঝিয়ে দিতে ডিক্রি প্রদান করলো। কিন্তু দেখা গেল করিম সাহেব আদালতের আদেশ মানছে না এবং আপনার জমি বুঝিয়ে দিচ্ছে না। এমন অবস্থায় আপনার জারি মোকদ্দমা করতে হবে।
    এই জারি আবার ক্ষেত্র বিশেষ ভিন্ন আদালতও করতে পারে, চলুন এই বিষয় গুলো একটু পরিষ্কার হওয়া যাক।
    See less
  9. সিআর মামলা বা নালিশী মামলা: ফৌজদারি মামলা যদি পুলিশ গ্রহণ না করে বা গ্রহণ করতে গড়িমসি করে, তখন আদালতেও মামলা দায়ের করা যায়। আদালতে দায়ের করা এই মামলাকেই সিআর বা নালিশী মামলা বলে। এরূপ ক্ষেত্রে সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে হয়।

    সিআর মামলা বা নালিশী মামলা: ফৌজদারি মামলা যদি পুলিশ গ্রহণ না করে বা গ্রহণ করতে গড়িমসি করে, তখন আদালতেও মামলা দায়ের করা যায়। আদালতে দায়ের করা এই মামলাকেই সিআর বা নালিশী মামলা বলে। এরূপ ক্ষেত্রে সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে হয়।

    See less
  10. ধারা-৩২০ এ বলা হয়েছে আটটি ক্ষেত্রে আঘাত(Hurt),গুরুতর আঘাত(Grievous Hurt) হিসেবে বিবেচিত হবে।যেমন-কাউকে আঘাত করে যদি পুরুষত্বহীনকরণ করা হয়,কাউকে আঘাত করে তার দুই চোখের একটি চোখও যদি স্হায়ীভাবে রহিত করে ফেলা হয়,দুই কানের একটি কানের শ্রবণশক্তিও যদি স্থায়ীভাবে রহিত করা হয়,যে আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ২Read more

    ধারা-৩২০ এ বলা হয়েছে আটটি ক্ষেত্রে আঘাত(Hurt),গুরুতর আঘাত(Grievous Hurt) হিসেবে বিবেচিত হবে।যেমন-কাউকে আঘাত করে যদি পুরুষত্বহীনকরণ করা হয়,কাউকে আঘাত করে তার দুই চোখের একটি চোখও যদি স্হায়ীভাবে রহিত করে ফেলা হয়,দুই কানের একটি কানের শ্রবণশক্তিও যদি স্থায়ীভাবে রহিত করা হয়,যে আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ২০ দিনের জন্য তীব্র দৈহিক যন্ত্রনা দেয়,যে আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে তার সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ করে ইত্যাদি।

    See less