Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

3. সাধারণ জ্ঞান (বিশ্ব/আন্তর্জাতিক)

Share
Followers
9 Answers
341 Questions
  1. বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কিয়ে

    বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কিয়ে

    See less
  2. তুরস্ক মূলত দুটি মহাদেশে অবস্থিত যথা: এশিয়া এবং ইউরোপ। দেশটির বেশিরভাগ অংশ এশিয়ার আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত এবং অন্য ছোট অংশ ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত। তুরস্ককে অফিসিয়ালি একটি এশিয়ান দেশ হিসেবে গণ্য করা হয়। এর কারণ তুরস্কের বৃহত্তর অংশ এশিয়াতে অবস্থিত। তবে এটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অRead more

    তুরস্ক মূলত দুটি মহাদেশে অবস্থিত যথা: এশিয়া এবং ইউরোপ। দেশটির বেশিরভাগ অংশ এশিয়ার আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত এবং অন্য ছোট অংশ ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত।

    তুরস্ককে অফিসিয়ালি একটি এশিয়ান দেশ হিসেবে গণ্য করা হয়।

    এর কারণ তুরস্কের বৃহত্তর অংশ এশিয়াতে অবস্থিত। তবে এটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে ইউরোপের সাথেও সম্পর্কিত আছে।

    See less
  3. ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ করেছে কাতার।  দানা নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা। ২২ অক্টোবর ২০২৪ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে সন্ধ্যা ছয়টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এRead more

    ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ করেছে কাতার। 

    দানা নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা।

    ২২ অক্টোবর ২০২৪

    বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে সন্ধ্যা ছয়টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় এখন অবস্থান করছে।

    এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

    তিনি বলেন, “কাল আমরা সাইক্লোন ডিক্লেয়ার (ঘূর্ণিঝড় ঘোষণা) করবো।

    ”ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘দানা’। এবারের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘দানা’। আর এ নামকরণ করেছে কাতার।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “এটি আরবি শব্দ।

    কাতারের দেয়া নাম। অর্থ বড় মুক্তার দানা”।বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে একটি প্যানেল। এ অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয়, ২০০২ সাল থেকে এ প্যানেলের সদস্য দেশগুলো সেগুলোর নামকরণ করে থাকে।

    প্রতি চার বছর পর পর সদস্য দেশগুলো বৈঠক করে আগে থেকেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।

    আবুল কালাম মল্লিক বলেন, “ইকোনোমিক এন্ড স্যোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক প্যানেলের অন্তর্ভুক্ত সদস্য দেশগুলো এই অঞ্চলের ঘূর্ণিঝড়ের আগাম নামকরণ করে থাকে। এই নামকরণই দেশের নামের আদ্যক্ষর অনুযায়ী যেখানে ঘূর্ণিঝড় হয় সেখানে সে নামেই এটি পরিচিত হয়”।

    এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইরান, কাতার, ইয়েমেন, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

     

    See less
  4. আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।

    আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে।

    ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে।

    গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।

    See less
  5. স্পেনের পূর্ব নাম আন্দালুসিয়া। আর আন্দালুসিয়ার পূর্ব নাম হিসপাহানিয়া। মুসলিম শাসক, ১৪৮৩ সালে আবু আব্দুল্লাহ বেআব্দিল লুসান আক্রমন করে পরাজিত ও বন্দি হয়। পরবর্তিতে গ্রানাডার গভর্নরের সাথে তার গৃহযুদ্ধ বেধে যায় যা ছিল ফারডানিন্ডের ষড়যন্ত্র। এভাবে গৃহযুদ্ধের ফলে তাদের শক্তি কমতে থাকলে খ্রীস্টান বাহীনিRead more

    স্পেনের পূর্ব নাম আন্দালুসিয়া। আর আন্দালুসিয়ার পূর্ব নাম হিসপাহানিয়া।

    মুসলিম শাসক, ১৪৮৩ সালে আবু আব্দুল্লাহ বেআব্দিল লুসান আক্রমন করে পরাজিত ও বন্দি হয়। পরবর্তিতে গ্রানাডার গভর্নরের সাথে তার গৃহযুদ্ধ বেধে যায় যা ছিল ফারডানিন্ডের ষড়যন্ত্র। এভাবে গৃহযুদ্ধের ফলে তাদের শক্তি কমতে থাকলে খ্রীস্টান বাহীনি গ্রানাডা অবরোধ করে। ১৪৯২ সালে “ক্যাপিচুলেশন অব গ্রনাডা” নামের এক চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্দালুসিয়ায় মুসলিম শাসনের অবসান ঘটে।

    ১৪৯২ সালে ধরা হয়ে থাকে আন্দালুসিয়ার নাম পরিবর্তন করে স্পেন রাখা হয়।

    দুঃখের বিষয় হলো ১৫০১ সালে মুসলিমদের স্পেন থেকে জোর করে বিতরিত করা হয়।।

    See less
  6. উত্তর: লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল, লন্ডন, ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে জাতিসংঘের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদকে বলা হয়- জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্র বিন্দু । সাধারণ পরিষদের প্রথম অধিবেশনRead more

    উত্তর: লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

    জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল, লন্ডন,

    ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে জাতিসংঘের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদকে বলা হয়- জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্র বিন্দু ।

    সাধারণ পরিষদের প্রথম অধিবেশন সূচনা হয়- ২৩ অক্টোবর, ১৯৪৬ সালে।

    জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা- ১৯৩ টি।

    জেনে নিই 

    •  জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
    •  জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
    • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
    •  জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
    • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
    • জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
    •  ১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
    •  জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু’বছরে একবার।
    •  জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
    •  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
    •  জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
    • জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
    • জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
    • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1
    • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
    • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
    See less
  7. উত্তরঃ বেরিং প্রণালী। ব্যাখ্যাঃ প্রণালীগুলোর নাম মনে রাখার কিছু কৌশল ঃ ১.পক প্রণালী –(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক । ২. বেরিং প্রণালী –(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক । ৩.জিব্রাল্টার প্রণালী –(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেনRead more

    উত্তরঃ বেরিং প্রণালী

    ব্যাখ্যাঃ

    প্রণালীগুলোর নাম মনে রাখার কিছু কৌশল ঃ

    ১.পক প্রণালী –(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)

    ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।

    ২. বেরিং প্রণালী –(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)

    আমেরিকা হতে এশিয়া পৃথক ।

    ৩.জিব্রাল্টার প্রণালী –(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)

    মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।

    ৪.ফ্লোরিডা প্রণালী –(ফ্লোরিডা কিবা?)

    ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।

    ৫.মালাক্কা প্রণালী –( সুমিত্রা মালির মেয়ে)

    সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।

    ৬.হরমুজ প্রণালী –(আমিরাতের ইরানী তরমুজ খায়)

    আরব আমিরাত ও ইরানের মধ্যে

    অবস্থিত।

    ৭.বাব-এল-মান্দেব-( লোহা এখন আরবে )

    লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।

    ৮.ডোভার প্রণালী –

    (UK ও FRANCE এর মাঝে ডোবা

    আছে)

    যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।

    ৯.বসফরাস প্রণালী –

    (ইউরেশিয়া)

    ইউরোপ হতে এশিয়া পৃথক।

    ১০.পানামাখাল-

    (উত্তর দক্ষিণ আমেরিকায় পান

    খাওয়া নিষেধ)

    উত্তর আমেরিকা হতে দক্ষিণ

    আমেরিকা পৃথক।

    আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে বেরিং প্রণালী।

    মনে রাখুন : আমেরিকা হতে এশিয়ায় যাওয়া বোরিং

    See less
  8. ভারতের প্রথম মহিলা আই এ এস (IAS) অফিসার ব্রিটিশ ভারতবর্ষের কেরালার মনিমালা ও পাম্বা নদীর সংযোগ স্থলে, নিরানাম গ্রামে ১৭ই জুলাই, ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন - আন্না রাজম জর্জ । ভারতের ১৭তম RBI গভর্নর ও তার ব্যাচমেট রাম নারিন মালহোত্রা এর সাথে বিবাহ বন্ধনে যুক্ত হওয়ার পর ওনার নাম হয় আন্না রাজম মালহোত্রা Read more

    ভারতের প্রথম মহিলা আই এ এস (IAS) অফিসার ব্রিটিশ ভারতবর্ষের কেরালার মনিমালা ও পাম্বা নদীর সংযোগ স্থলে, নিরানাম গ্রামে ১৭ই জুলাই, ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন – আন্না রাজম জর্জ । ভারতের ১৭তম RBI গভর্নর ও তার ব্যাচমেট রাম নারিন মালহোত্রা এর সাথে বিবাহ বন্ধনে যুক্ত হওয়ার পর ওনার নাম হয় আন্না রাজম মালহোত্রা 

    ১৯৪৯ সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাকোত্তর হয়ে ১৯৫০ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেন।

    তাকে ইন্টারভিউ বোর্ড এ ফরেন সার্ভিস এর জন্য সুযোগ দেয়া হয়েছিল কারণ মনে করা হত ওই সার্ভিস টি মেয়েদের জন্য সুবিধাজনক কিন্তু শ্রীমতি আন্না রাজম সেটি অস্বীকার করেন ও নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। তারপর একজন সিভিল সার্ভেন্ট হিসাবে তাকে মাদ্রাজ এ পোস্টিং দেয়া হয়।

    তার তত্ত্বাবধানে ভারতের প্রথম কম্পিউটারাইজড জাহাজ বন্দর নভসেবা,মুম্বাই তৈরি হয়।

    তাকে ১৯৮৯ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়।

    ৯১ বছর বয়সে ২০১৮ এর সেপ্টেম্বর মাসে তিনি দেহত্যাগ করেন।

    See less
  9. উত্তরঃ উত্তর মহাসাগর (Arctic Ocea) বা সুমেরু মহাসাগর।   পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর। যা উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাপেক্ষা কম গভীর একটি মহাসাগর। এটি পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের অন্যতম।

    উত্তরঃ উত্তর মহাসাগর (Arctic Ocea) বা সুমেরু মহাসাগর।

     

    পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর। যা উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাপেক্ষা কম গভীর একটি মহাসাগর। এটি পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের অন্যতম।

    See less