Hello,

Sign up to join our community!

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

প্রতিরক্ষা বাহিনী

Share
Followers
1 Answer
78 Questions
  1. AGB এর পূর্ণরূপ Ansar Guard Battalion (AGB)। আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)

    AGB এর পূর্ণরূপ Ansar Guard Battalion (AGB)।

    আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)

    See less
  2. বর্তমান বাংলাদেশর সেনা প্রধান এর নাম  জেনারেল ওয়াকার-উজ-জামান। জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুRead more

    বর্তমান বাংলাদেশর সেনা প্রধান এর নাম  জেনারেল ওয়াকার-উজ-জামান।

    জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন।
    তাঁর সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    তিনি ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ৮ জুন ২০১০ পর্যন্ত ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এসময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি ২৭ জুলাই ২০১১ থেকে ১১ নভেম্বর ২০১৩ পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিওসি হিসেবে ২ এপ্রিল ২০১৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড – ২০১৪, ২০১৫ ও ২০১৬ এর প্যারেড কমান্ডার এর দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) এ ভূষিত হন।
    স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) এবং সেনাসদরে বিভিন্ন পদবী ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি (জেএনএ), স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস ও বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট এন্ড ট্রেনিং (বিপসট) এ অত্যন্ত সুনামের সাথে সকল পদবীর দেশী-বিদেশী সেনাসদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন।
    সেনাসদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপ-সামরিক সচিব এবং সামরিক সচিব (এমএস) হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন। সেনাসদর, জিএস শাখার চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও-এএফডি) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন।
    লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজার্ভার হিসেবে এংগোলাতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তাঁর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক (ওএসপি) এ ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর
    প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
    ব্যক্তিগত জীবনে তিনি এবং সারাহনাজ কমলিকা জামান দুই কন্যা সন্তানের (সামিহা রাইসা জামান এবং শাইরা ইবনাত জামান) গর্বিত জনক-জননী। তিনি একজন সজ্জন, ক্রীড়ামোদি ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত।

    See less
  3. সেনাবাহিনীঃ বিশেষ করে স্থলভাগে যুদ্ধের জন্য প্রশিক্ষিত একটি বৃহৎ সংগঠিত সশস্ত্র বাহিনী । শব্দটি স্বাধীন ক্রিয়াকলাপের জন্য সংগঠিত একটি বৃহৎ ইউনিটে প্রয়োগ করা যেতে পারে, অথবা এটি ভূমি যুদ্ধের জন্য একটি জাতির বা শাসকের সম্পূর্ণ সামরিক সংস্থায় প্রয়োগ করা যেতে পারে। সেনাবাহিনী যা আর্মি নামেও পরিচিত যRead more

    সেনাবাহিনীঃ বিশেষ করে স্থলভাগে যুদ্ধের জন্য প্রশিক্ষিত একটি বৃহৎ সংগঠিত সশস্ত্র বাহিনী । শব্দটি স্বাধীন ক্রিয়াকলাপের জন্য সংগঠিত একটি বৃহৎ ইউনিটে প্রয়োগ করা যেতে পারে, অথবা এটি ভূমি যুদ্ধের জন্য একটি জাতির বা শাসকের সম্পূর্ণ সামরিক সংস্থায় প্রয়োগ করা যেতে পারে।

    সেনাবাহিনী যা আর্মি নামেও পরিচিত যা ল্যাটিন armata থেকে উদ্ভূত যা প্রাচীন ফরাসি armée থেকে এসেছে

    ইতিহাস জুড়ে, সেনাবাহিনীর চরিত্র এবং সংগঠন পরিবর্তিত হয়েছে। বিভিন্ন সময়ে জাতির সামাজিক ও রাজনৈতিক দিকগুলি সেনাবাহিনীর মেকআপে সংশোধনের ফলে। নতুন অস্ত্র যুদ্ধের প্রকৃতি এবং সেনাবাহিনীর সংগঠনকে প্রভাবিত করেছে। বিভিন্ন সময়ে দাতিক সৈন্য বা যোদ্ধা বা মেশিনে বসানো পুরুষদের ঘিরে সেনাবাহিনী গড়ে উঠেছে । তারা পেশাদার বা অপেশাদার, বেতনের জন্য বা লুণ্ঠনের জন্য লড়াইরত ভাড়াটে সৈন্যদের, বা একটি কারণের জন্য লড়াই করা দেশপ্রেমিকদের দ্বারা গঠিত। সেনাবাহিনীর বিকাশের বিবেচনা করা উচিত সেই সময়ের আলোকে যে বিশেষ সেনাবাহিনীকে নকল করা হয়েছিল এবং এটি যে অভিযানগুলি করেছিল।

    See less
  4. "In War, In Peace We are Everywhere for our Country" is the motto of the Bangladesh Army. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান "সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের তরে"

    “In War, In Peace We are Everywhere for our Country” is the motto of the Bangladesh Army.

    বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান
    “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের তরে”
    See less
  5. বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত । সেনাবাহিনীRead more

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত ।

    সেনাবাহিনীর প্রধান অংশ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর চট্রগ্রামে অবস্থিত।

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো যথাঃ

    1. আলীকদম সেনানিবাস, বান্দরবান
    2. বান্দরবান সেনানিবাস
    3. চট্টগ্রাম সেনানিবাস
    4. কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
    5. ঢাকা সেনানিবাস
    6. দীঘিনালা সেনানিবাস, খাগড়াছড়ি
    7. হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম
    8. জাহানাবাদ সেনানিবাস, খুলনা
    9. জাহাঙ্গিরাবাদ সেনানিবাস, বগুড়া
    10. জালালাবাদ সেনানিবাস, সিলেট
    11. যমুনা সেনানিবাস, টাঙ্গাইল
    12. যশোর সেনানিবাস
    13. কাপ্তাই সেনানিবাস, রাঙ্গামাটি
    14. খাগড়াছড়ি সেনানিবাস
    15. খোলাহাটি সেনানিবাস, দিনাজপুর
    16. মাঝিরা সেনানিবাস, বগুড়া
    17. মিরপুর সেনানিবাস
    18. ময়মনসিংহ সেনানিবাস
    19. পদ্মা সেনানিবাস, মাদারীপুর
    20. পোস্তগোলা সেনানিবাস
    21. কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
    22. রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
    23. রাজশাহী সেনানিবাস
    24. রামু সেনানিবাস, কক্সবাজার
    25. রাঙামাটি সেনানিবাস
    26. রংপুর সেনানিবাস
    27. লালমনিরহাট সেনানিবাস
    28. সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী
    29. সাভার সেনানিবাস
    30. শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল
    31. শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালী পটুয়াখালী
    32. সিলেট সেনানিবাস, সিলেট।
    33. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, কিশোরগঞ্জ

    সূত্রঃ উইকিপিডিয়া ।

    See less
  6. বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩টি সেনানিবাস আছে । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত । সেনাবাহিনীর প্রধাRead more

    বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩টি সেনানিবাস আছে । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত ।

    সেনাবাহিনীর প্রধান অংশ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর চট্রগ্রামে অবস্থিত।

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো যথাঃ

    1. আলীকদম সেনানিবাস, বান্দরবান
    2. বান্দরবান সেনানিবাস
    3. চট্টগ্রাম সেনানিবাস
    4. কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
    5. ঢাকা সেনানিবাস
    6. দীঘিনালা সেনানিবাস, খাগড়াছড়ি
    7. হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম
    8. জাহানাবাদ সেনানিবাস, খুলনা
    9. জাহাঙ্গিরাবাদ সেনানিবাস, বগুড়া
    10. জালালাবাদ সেনানিবাস, সিলেট
    11. যমুনা সেনানিবাস, টাঙ্গাইল
    12. যশোর সেনানিবাস
    13. কাপ্তাই সেনানিবাস, রাঙ্গামাটি
    14. খাগড়াছড়ি সেনানিবাস
    15. খোলাহাটি সেনানিবাস, দিনাজপুর
    16. মাঝিরা সেনানিবাস, বগুড়া
    17. মিরপুর সেনানিবাস
    18. ময়মনসিংহ সেনানিবাস
    19. পদ্মা সেনানিবাস, মাদারীপুর
    20. পোস্তগোলা সেনানিবাস
    21. কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
    22. রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
    23. রাজশাহী সেনানিবাস
    24. রামু সেনানিবাস, কক্সবাজার
    25. রাঙামাটি সেনানিবাস
    26. রংপুর সেনানিবাস
    27. লালমনিরহাট সেনানিবাস
    28. সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী
    29. সাভার সেনানিবাস
    30. শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল
    31. শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালী পটুয়াখালী
    32. সিলেট সেনানিবাস, সিলেট।
    33. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, কিশোরগঞ্জ

    সূত্রঃ উইকিপিডিয়া ।

    See less
  7. বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত । সেনাবাহিনীRead more

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত ।

    সেনাবাহিনীর প্রধান অংশ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর চট্রগ্রামে অবস্থিত।

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো যথাঃ

    1. আলীকদম সেনানিবাস, বান্দরবান
    2. বান্দরবান সেনানিবাস
    3. চট্টগ্রাম সেনানিবাস
    4. কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
    5. ঢাকা সেনানিবাস
    6. দীঘিনালা সেনানিবাস, খাগড়াছড়ি
    7. হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম
    8. জাহানাবাদ সেনানিবাস, খুলনা
    9. জাহাঙ্গিরাবাদ সেনানিবাস, বগুড়া
    10. জালালাবাদ সেনানিবাস, সিলেট
    11. যমুনা সেনানিবাস, টাঙ্গাইল
    12. যশোর সেনানিবাস
    13. কাপ্তাই সেনানিবাস, রাঙ্গামাটি
    14. খাগড়াছড়ি সেনানিবাস
    15. খোলাহাটি সেনানিবাস, দিনাজপুর
    16. মাঝিরা সেনানিবাস, বগুড়া
    17. মিরপুর সেনানিবাস
    18. ময়মনসিংহ সেনানিবাস
    19. পদ্মা সেনানিবাস, মাদারীপুর
    20. পোস্তগোলা সেনানিবাস
    21. কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
    22. রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
    23. রাজশাহী সেনানিবাস
    24. রামু সেনানিবাস, কক্সবাজার
    25. রাঙামাটি সেনানিবাস
    26. রংপুর সেনানিবাস
    27. লালমনিরহাট সেনানিবাস
    28. সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী
    29. সাভার সেনানিবাস
    30. শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল
    31. শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালী পটুয়াখালী
    32. সিলেট সেনানিবাস, সিলেট।
    33. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, কিশোরগঞ্জ

    সূত্রঃ উইকিপিডিয়া ।

    See less
  8. বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত ।   সেনRead more

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা ৩৩টি । যার মধ্যে ঢাকা সেনানিবাস প্রধান এবং সেনাবাহিনীর সদরদপ্তর সেখানে অবস্থিত। কুমিল্লা সেনানিবাস আয়তনে সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস। সর্বশেষ সেনানিবাস মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, যা কিশোরগঞ্জ এ অবস্থিত ।

     

    সেনাবাহিনীর প্রধান অংশ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর চট্রগ্রামে অবস্থিত।

    বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সংখ্যা যথাঃ

    1. আলীকদম সেনানিবাস, বান্দরবান
    2. বান্দরবান সেনানিবাস
    3. চট্টগ্রাম সেনানিবাস
    4. কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
    5. ঢাকা সেনানিবাস
    6. দীঘিনালা সেনানিবাস, খাগড়াছড়ি
    7. হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম
    8. জাহানাবাদ সেনানিবাস, খুলনা
    9. জাহাঙ্গিরাবাদ সেনানিবাস, বগুড়া
    10. জালালাবাদ সেনানিবাস, সিলেট
    11. যমুনা সেনানিবাস, টাঙ্গাইল
    12. যশোর সেনানিবাস
    13. কাপ্তাই সেনানিবাস, রাঙ্গামাটি
    14. খাগড়াছড়ি সেনানিবাস
    15. খোলাহাটি সেনানিবাস, দিনাজপুর
    16. মাঝিরা সেনানিবাস, বগুড়া
    17. মিরপুর সেনানিবাস
    18. ময়মনসিংহ সেনানিবাস
    19. পদ্মা সেনানিবাস, মাদারীপুর
    20. পোস্তগোলা সেনানিবাস
    21. কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
    22. রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
    23. রাজশাহী সেনানিবাস
    24. রামু সেনানিবাস, কক্সবাজার
    25. রাঙামাটি সেনানিবাস
    26. রংপুর সেনানিবাস
    27. লালমনিরহাট সেনানিবাস
    28. সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী
    29. সাভার সেনানিবাস
    30. শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল
    31. শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালী পটুয়াখালী
    32. সিলেট সেনানিবাস, সিলেট।
    33. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, কিশোরগঞ্জ

    সূত্রঃ উইকিপিডিয়া ।

    See less
  9. উত্তরঃ ২১ এপ্রিল ১৯৭৬। বাংলাদেশের নৌ–স্কাউটস ২১ এপ্রিল ১৯৭৬ সালে গঠিত হয়।

    উত্তরঃ ২১ এপ্রিল ১৯৭৬।

    বাংলাদেশের নৌ–স্কাউটস ২১ এপ্রিল ১৯৭৬ সালে গঠিত হয়।

    See less
  10. উত্তরঃ নৌবাহিনীর চোরাচালান বিরোধী অভিযান। 

    উত্তরঃ নৌবাহিনীর চোরাচালান বিরোধী অভিযান। 

    See less