যেসকল মৌলের কোন স্থিতিশীল আয়নের সর্ববহিঃস্থ d-অরবিটাল আংশিক পূর্ণ (d¹ – d⁹) থাকলে তাদেরকে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলে। 

আয়রন এর স্হিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ 

Fe²+ (26) —-> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, Fe²+ এর স্থিতিশীল আয়নে d- অরবিটালে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে।

কাজেই আয়রন অবস্থান্তর ধাতু। 

তাই বলা যায়, আয়রন শুধু d-ব্লক মৌল ও অবস্থান্তর মৌল উভয় হয়।

Rate this post