এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

১. এক সমতুলীয় আলো সমান্তরাল দুটি নিকেল প্রিজমের মধ্য দিয়ে চলতে পারে।

২. নিকেল প্রিজম দুটি লম্বভাবে থাকলে আলো প্রথম প্রিজমের ভেতর দিয়ে বের হয়ে আর দ্বিতীয় প্রিজমের ভেতর দিয়ে পূর্বের সরল পথে আসতে পারে না। ফলে পূর্বের সরল পথটি অস্বচ্ছ হয়ে থাকে।

৩. দুই সমান্ততরাল নিকেল প্রিজমের বিন্যাসের প্রথম প্রিজমের ভেতর দিয়ে এক সমতুলীয় আলো আসার পর কোন কারনে ঐ এক সমতুলীয় আলোর পথ ধীরে ধীরে কৌনিক ঘূর্ণনে দিক পরিবর্তন করলে, তখনও দ্বিতীয় সমান্তরাল প্রিজমের ভেতর দিয়ে পূর্বের পথে আলো প্রসারিত হতে পারে না। ফলে পূর্বের আলোর সরল পথ  অস্বচ্ছ হয়ে ওঠে।

5/5 - (1 vote)