কোন পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে। 

অথবা, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহের অনুপাতকে ঐ তাপমাত্রায় ঐ পরিবাহীর রোধ বলে। 

রোধের একক ও’হম (Ω).

রোধকে R দ্বারা প্রকাশ করা হয়।

Rate this post