রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বস্তুর ভর পরিমাপ করতে হয়। বস্তুর ভর পরিমাপ করার জন্য সাধারণত ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার অধিক সুবিধাজনক। তবে বস্তুর ওজন পরিমাপের জন্য দুই ধরনের ডিজিটাল ব্যালেন্স পাওয়া যায়।

যথাঃ 2-ডিজিট ও 4-ডিজিট ব্যালেন্স। 

2-ডিজিট ও 4-ডিজিট ব্যালেন্সের।পার্থক্য নিম্নরূপঃ 

১. 2-ডিজিট ব্যালেন্সের মাধ্যমে 0.01g পরিমাণ বস্তুর ওজন সঠিকভাবে নির্ণয় করা যায়। অপরদিকে, 4-ডিজিট ব্যালেন্সের মাধ্যমে 0.0001g পরিমাণ বস্তুর ওজন সঠিকভাবে নির্ণয় করা যায়।

২. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের ক্ষেত্রে 2-ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়।

কিন্তু, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের ক্ষেত্রে 4-ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়।

৩. 2-ডিজিট ব্যালেন্সের টপ লোডিং পাল্লা উন্মুক্ত অবস্থায় থাকে।

কিন্তু, 4-ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে টপ লোডিং পাল্লা কাচের ঘর দ্বারা আবৃত থাকে।

৪. 2-ডিজিট ব্যালেন্সে বস্তুর ওজন পরিমাপে সূক্ষ্মতা কম। 

কিন্তু, 4-ডিজিট ব্যালেন্সে বস্তুর ওজন পরিমাপে সূক্ষ্মতা অনেক বেশি।

Rate this post