পরীক্ষাগারে বিভিন্ন নমুনা পরিমাপ করার জন্য পল বুঙ্গি ব্যালেন্স ব্যবহার করা হয়। পল বুঙ্গি ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা যায়। অসুবিধাগুলি নিম্নরূপঃ

১. পল বুঙ্গি ব্যালেন্স হস্তচালিত হওয়ায় এটি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হয়।

২. পল বুঙ্গি ব্যালেন্স এ ব্যক্তিগত ভুলের সম্ভাবনা বেশি।

৩. পল বুঙ্গি ব্যালেন্সে বস্তুর ভর পরিমাপের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।

৪. বিভিন্ন কারণে পল বুঙ্গি ব্যালেন্সের পাল্লা ও বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়। ফলে বস্তুর সঠিক ওজন পরিমাপে ত্রুটি দেখা যায়।

৫. তুলাদন্ডে সঠিক পাঠ নিতে ভুল হলে পরিমাপের ত্রুটি দেখা যায়।

Rate this post