রসায়ন পরীক্ষাগারে নির্দিষ্ট পরিমাণ বস্তুর ভর পরিমাপ করতে পল বুঙ্গি ব্যালেন্স ব্যবহার করা হয়। পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর গণনা করার পদ্ধতি হচ্ছে – 

ব্যালেন্সের ডান পাল্লায় যে পরিমাণ ভর যোগ করা হয় তার মোট পরিমাণ গ্রাম এককে যোগ করতে হবে। তার সাথে রাইডারটিকে স্কেলের যত দাগ ডানে সরানো হয় সেই দাগ সংখ্যার সাথে রাইডার ধ্রুবক গুন করে বস্তুর মোট ওজন গণনা করা হয়। 

যেমনঃ পল বুঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 5g, 2g, 1g এবং 500mg, 20mg, 5mg ওজনের বাটখারা যোগ করা হলো। সেইসাথে রাইডারকে স্কেলের 15 দাগ ডানে সরানো হলো। যদি 5mg ভরের রাইডার ব্যবহার করা হয় তবে, 

রাইডার ধ্রুবক = (2×5) ÷ 100 

= 0.1mg বা 0.0001g.

বস্তুর মোট ওজন = (5+2+1)g + (500+20+5)mg + (15x 0.0001)g

= 8g + 525 mg + 0.0015g

= 8g + 0.525g + 0.0015g

= 8.5265g

এই পদ্ধতিতে পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর গণনা করা হয়।

Rate this post