আয়োডাইড লবণ (যেমন-সোডিয়াম আয়োডাইড ) এর দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করলে গাঢ় হলুদ বর্ণের সিলভার আয়োডাইডের অধঃক্ষেপ পড়ে।

এই অধঃক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয় না।

এই পরীক্ষা দ্বারা আয়োডাইড আয়ন সনাক্ত করা যায়।

NaI(aq) + AgNO₃(aq) ——> AgI(s) + NaNO₃ (aq)

AgI(s) + NH₄OH(aq) —–> কোন বিক্রিয়া করে না।

Rate this post