গ্রিন ভিট্রিয়ল জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং দুর্বল ফেরাস হাইড্রক্সাইড উৎপন্ন করে।

FeSO₄ + 2H₂O —–> H₂SO₄ + Fe(OH)₂

উৎপন্ন সালফিউরিক অ্যাসিড শক্তিশালী হওয়ায় এটি পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। 

H₂SO₄ —–> 2H+  + SO₄²-

অপরদিকে, ফেরাস হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারক হাওয়ায় তা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। 

Fe(OH)₂ <—–> Fe²+  +2OH-

সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হওয়ায় দ্রবণে H+ আয়নের পরিমান বেশি থাকে এবং ফেরাস হাইড্রোক্সাইড আংশিক আয়নিত হওয়ায় দ্রবণে OH- আয়নের পরিমান কম থাকে। 

যেহেতু দ্রবণে H+ আয়নের পরিমাণ বেশি থাকে সেহেতু, গ্রিন ভিট্রিয়লের জলীয় দ্রবণ অম্লধর্মী হয়।

Rate this post