সালফার ডাই অক্সাইড জারক ও বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে।

জারক হিসেবে সালফার ডাই অক্সাইডঃ 

যে সকল পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে জারক বলে। সালফার ডাই অক্সাইডের জারণ ধর্ম নিম্নরুপঃ

১. HI এসিডের জলীয় দ্রবণকে সালফার ডাই অক্সাইড (SO₂) দ্বারা জারিত করলে আয়োডিন (I₂) উৎপন্ন হয়। সেই সাথে সালফার ডাই অক্সাইড বিজারিত হয় হলুদ বর্ণের সালফার গুড়া (S) তৈরি করে। 

SO₂ + 4HI —-> 2H₂O + 2I₂ + S

২. হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে পানি ও হলুদ বর্ণের সালফার গুড়ায় পরিণত হয়। সেই সাথে সালফার ডাই অক্সাইড বিজারিত হয়ে সালফার গুড়া উৎপন্ন করে।

2H₂S + SO₂ —–> 2H₂O + 3S

 

বিজারক হিসেবে সালফার-ডাই-অক্সাইডঃ 

যেসকল পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে এবং সেই সাথে নিজে জারিত হয় তাকে বিজারক বলে।  সালফার ডাই-অক্সাইডের বিজারণ ধর্ম নিম্নরুপঃ

১. সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে, ক্লোরিন বিজারিত হয় হাইড্রোজেন ক্লোরাইড ও সালফার-ডাই-অক্সাইড নিজে জারিত হয়ে সালফিউরিক এসিড উৎপন্ন করে। 

Cl₂ +2H₂O + SO₂ —–> 2HCl + H₂SO₄

২. সালফার ডাই অক্সাইড ফেরিক ক্লোরাইডকে (FeCl₃) বিজারিত করে ফেরাস ক্লোরাইডে (FeCl₂) পরিণত করে এবং নিজে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে।

2FeCl₃ + 2H₂O + SO₂ —–> 2FeCl₂ + 2HCl + H₂SO₄

5/5 - (1 vote)