হাইড্রোজেন সালফাইড একটি বিজারক। 

কারণ, হাইড্রোজেন সালফাইড (H₂S) সালফার ডাই অক্সাইডকে (SO₂) বিজারিত করে সালফার বিমুক্ত করে। 

2H₂S + SO₂ —-> 2H₂O + 3S

আবার, ক্লোরিন পানিতে H₂S গ্যাস চালনা করলে H₂S দ্বারা ক্লোরিন বিজারিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে এবং সালফার অধঃক্ষিপ্ত হয়।

Cl₂ + H₂S —–> 2HCl + S

অতএব, বলা যায় একটি বিজারক।

Rate this post