সাধারণ মিশ্রণঃ  দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোন অনুপাতে মিশ্রিত করলে যদি এরূপ একটি পদার্থ পাওয়া যায়, যার মধ্যে উপাদান পদার্থগুলো নিজ নিজ ধর্ম অপরিবর্তিত রেখে পাশাপাশি অবস্থান করতে পারে, তখন ঐ মিশ্র পদার্থ কে সাধারণ মিশ্রণ বলে।

Rate this post