আণবিক ভরঃ  কোন পদার্থের একটি অনুর ভর, কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের যত গুণ ভারী সে সংখ্যাকে ঐ পদার্থের আণবিক ভর বলা হয়।

একে আপেক্ষিক আণবিক ভরও বলে। 

আণবিক ভর = (কোন পদার্থের একটি অনুর ভর) ÷ (কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ)।

Rate this post