সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি কি?



 

অধাতু-অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে।

সমযোজী যৌগের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপঃ

১. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ  গঠিত হয়।

২. সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার।

৩.  এরা পানিতে অদ্রবণীয়।

৪. এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক কম।

৫.  রাসায়নিক বিক্রিয়ার গতি ধীর হয়।

৬. জৈব বা অপোলার দ্রাবকে দ্রবণীয়।

৭. সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হয়।

Rate this post