কোন রাসায়নিক বিক্রিয়া ঘাটার পূর্বশর্ত হল বিক্রিয়ক গুলির মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। সংঘর্ষ ঘটার জন্য বিক্রিয়ক অণুগুলোকে পরস্পরের কাছাকাছি আসতে হবে। বিক্রিয়ক সমূহকে কোন নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত করা হলে বিক্রিয়ক অনু গুলো পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। ফলে সংঘর্ষ সঠিক মাত্রায় ঘটার সুযোগ পায়। 

সুতরাং বিক্রিয়া সংগঠনের জন্য বিক্রিয়ক গুলিকে দ্রবীভূতকরন উত্তম পদ্ধতি।

Rate this post