ডোবেরাইনের ত্রয়ী সূত্র



 

ত্রয়ী সূত্রঃ  একই ধর্ম বিশিষ্ট তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় মান হবে দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় সমান। একে ত্রয়ী সূত্র বলে।

যেমনঃ একই ধর্ম বিশিষ্ট তিনটি মৌল যথাক্রমে লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K). এদের পারমাণবিক ভর যথাক্রমে 7, 23, 39. প্রথম মৌল লিথিয়াম এবং তৃতীয় মৌল পটাশিয়াম এদের ভরের গড় মান = ( 7 + 39) ÷ 2 = 23. যা সোডিয়ামের ভরের সমান।

Rate this post