সংযোজন বিক্রিয়া ও সংশ্লেষণ বিক্রিয়া কি?

সংযোজন বিক্রিয়াঃ  যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে।

 

যেমনঃ ক্যালসিয়াম অক্সাইড (CaO) ও কার্বন ডাই অক্সাইড (CO₂) বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) গঠন করে। 

আবার হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে পানি গঠন করে।

 CaO + CO₂ ——> CaCO₃
  H₂ + O₂ ——> H₂O

 

সংশ্লেষণ বিক্রিয়াঃ  যে সংযোজন বিক্রিয়ায়  বিক্রিয়ক গুলি মৌলিক পদার্থ হলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।

 

যেমনঃ সোডিয়াম ও  ক্লোরিন ক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। বিক্রিয়ায় বিক্রিয়ক সোডিয়াম ও ক্লোরিন মৌলিক পদার্থ হাওয়াই এই সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।
       

2Na + Cl₂ —— > 2NaCl

 

আবার, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে মৌলিক ও যৌগিক উভয় পদার্থ অংশগ্রহণ করে।
যেমনঃক্যালসিয়াম অক্সাইড (CaO) ও কার্বন ডাই অক্সাইড (CO₂) বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) গঠন করে। 

আবার হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে পানি গঠন করে।

    CaO + CO₂ ——> CaCO₃
      H₂ + O₂ ——> H₂O

এখানে, ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থ হওয়াই এ বিক্রিয়া শুধু সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। অপরদিকে হাইড্রোজেন ও অক্সিজেন মৌলিক পদার্থ হওয়ায় এই বিক্রিয়া সংযোজন ও সংশ্লেষণ উভয় বিক্রিয়া।
সুতরাং বলা যায়, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।

2.7/5 - (8 votes)